Wednesday, November 12, 2025

‘লৌহ কপাট’ গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে সাফ জবাব নজরুল নাতনির!

Date:

বিতর্কের কেন্দ্রবিন্দুতে কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘লৌহ কপাট’ (Song Louha kopat)। সুর বিকৃত করার অভিযোগ উঠেছে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের (AR Rahman) বিরুদ্ধে। বাংলা সংস্কৃতি নিয়ে ছেলেখেলা! ক্ষোভে ফুঁসছেন বাংলার বিশিষ্টরা। কেউ গান অবিলম্বে বাদ দেওয়ার দাবি করেছেন তো কেউ আইনি পদক্ষেপের কথা বলছেন। এর মাঝেই মোটা টাকার বিনিময়ে ‘লৌহ কপাট’ গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা বাড়ছিল। এবার সপাটে জবাব দিলেন কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী (Anindita Kazi)।

‘পিপ্পা’ (Pippa) ছবিতে ব্যবহৃত ‘কারার ওই লৌহ কপাট’ গানটির ক্রেডিটে কেবল গীতিকার হিসাবেই উল্লেখ করা হয়েছে নজরুলের নাম। সুরকার হিসাবে যাবতীয় ক্রেডিট নিয়েছেন রহমান নিজেই। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশেও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করছেন, অনেক টাকা নিয়ে কাজী পরিবার এই গানের স্বত্ত্ব বিক্রি করেছে। গোটা বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন কবির পৌত্রী অনিন্দিতা কাজী। কল্যাণী কাজীর মেয়ে স্পষ্ট জানান, তাঁর প্রয়াত মা অবিকৃত রেখে এই গান ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। কিন্তু এর পরিণতি এমন হবে, তিনি মৃত্যুর পরেও ভাবতে পারেননি বোধ হয়। নজরুলপুত্র অনিরুদ্ধ কাজীর ছেলে কাজী অনির্বাণ আগেই জানিয়েছেন, তিনি গানটি রেকর্ডের পর শুনতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের অন্ধকারে রেখেই গানটি প্রকাশ্যে আনা হয়। অনিন্দিতা বলছেন, ২০২১ সালে কী এগ্রিমেন্ট হয়েছিল সেটা জানা খুব প্রয়োজন। তাহলে এই সবটা পরিষ্কার হয়ে যাবে এবং যাঁরা এগ্রিমেন্ট-এর বিপক্ষে গিয়ে এই কাজটি করেছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা যাবে।

Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...
Exit mobile version