Sunday, May 4, 2025

নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড হিটম‍্যানের

Date:

আজ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর ব‍্যাট করতে নেমেই একাধিক রেকর্ড গড়লেন হিটম‍্যান। ছক্কা মেরে জোড়া বিশ্বরেকর্ড করেন ভারত অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন রোহিত শর্মা।

এদিন ৬.৪ ওভারে কলিন অ্যাকারম্যানের বলে ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন রোহিত শর্মা। এক্ষেত্রে হিটম‍্যান ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডি’ভিসিয়র্সের নজির। গত ম্যাচে ক্রিস গেইলকে টপকে এবিডি-কে ছুঁয়েছিলেন রোহিত। রবিবার সেই রেকর্ড এককভাবে নিজের নামে করেন ভারত অধিনায়ক। চলতি ক্যালেন্ডার বছরে এখনও পযর্ন্ত ৫৯টি ছক্কা মেরেছেন রোহিত। এখনও বছর শেষ হয়নি। এখনও বাকি বিশ্বকাপের ম‍্যাচ। তাই ক্রিকেটপ্রেমীরা মনে করছেন রোহিতের ছক্কার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে অধিনায়ক হিসাবেও একটি বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কাও রোহিতের দখলে। চলতি বিশ্বকাপে এখনও পযর্ন্ত ২৩টি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। তিনি ছাপিয়ে গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। ২০১৯ সালের বিশ্বকাপে ২২টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপে ২১টি ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডি’ভিলিয়ার্স।

আরও পড়ুন:দীপাবলির উৎসবে মেতেছিল ভারতীয় দল, ছবি পোস্ট BCCI-এর

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version