Thursday, August 21, 2025

কালীপুজোর রাতে শহর জুড়ে পুলিশের ‘স্পেশ্যাল ড্রাইভ’! উদ্ধার বিপুল পরিমাণ নি.ষিদ্ধ বা.জি, গ্রে.ফতার ৪৪৪

Date:

কালীপুজোর (Kali Pujo) রাতে শব্দবাজির তাণ্ডব রুখতে এবারও বাড়তি নজর ছিল পুলিশের (Police)। শহরের একাধিক জায়গায় বিশেষ ড্রাইভ (Special Drive) চালানো হয়। আর তাতেই কেল্লাফতে। উদ্ধার প্রচুর নিষিদ্ধ বাজি। গ্রেফতার হয়েছে অনেকজন। কলকাতা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাত ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪১৪ কেজি বাজি উদ্ধার করা হয়েছে। বেআইনিভাবে ওই সব বাজি সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ।

 

এছাড়া, বাজি ফাটানো ও গোলমালের ঘটনায় শুধুমাত্র কালীপুজোর রাতেই মোট ৪৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শুধু নিষিদ্ধ বাজি ফাটানোর অপরাধে ২৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, বচসা এবং দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ১৭১ জনকে। সোমবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, রবিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণের তীব্রতা মাত্রা ছাড়িয়ে যায়। রাত যত বেড়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে শব্দবাজির দাপট।

প্রশাসনের নিষেধাজ্ঞা উড়িয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দেদারে বাজি ফাটিয়েছে শহরবাসী। আর তার ফলও গুণতে হয়েছে হাতেনাতে। তবে শুধু শব্দবাজি নয়, তার পাশাপাশি সাধারণ আতশবাজিও পোড়ানো হয়। যার জেরে শহরে বায়ুদূষণের মাত্রাও লাফিয়ে বেড়েছে। আর পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। উল্লেখ্য, পরিবেশ দূষণ রোধে এবার গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি ব্যবহার বাধ্যতামূলক করেছিল প্রশাসন। আর তা না মেনে গা জোয়ারি করতে গিয়েই বিপদে শহরবাসীদের একটা বড় অংশ।

 

 

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version