Monday, May 5, 2025

পরীক্ষায় টোকাটুকি রোখার নামে ফের ধর্মীয় মেরুকরণের অভিযোগ উঠল কর্নাটকে (Karnataka)। সরকারি চাকরির পরীক্ষাকেন্দ্রে হিজাব (Hijab) পরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, টুপি বা মাথা ঢাকা পোশাক পরেও ঢোকা যাবে না পরীক্ষার হলে। কোনও ধরনের গয়না পরাতেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে, হিন্দুত্ববাদী সংগঠনগুলির চাপে মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে মহিলাদের।

কর্নাটকে ক্লাসরুমে হিজাব (Hijab) পরায় নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় হয় দেশ। পোশাকবিধির জেরে পরে বিধানসভা নির্বাচনেও। পদ্ম ছেড়ে হাত ধরেন কর্নাটকের জনতা। তবে, ফের সেই হিজাব নিয়েই নিষেধাজ্ঞা জারির কর্নাটক (Karnataka) সরকারের। এই অক্টোবরেও হিজাব পরেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারতেন পরীক্ষার্থীরা। কিন্তু এই মাস থেকে হিজাব-সহ বেশ কয়েকটি পোশাকে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কারচুপি রুখতেই এই পদক্ষেপ বলে সাফাই পরীক্ষা আয়োজনকারী সংস্থার। তাদের দাবি, বেশ কয়েকটি পরীক্ষায় ব্লুটুথ ইয়ারপডের মতো গ্যাজেট নিয়ে ঢোকেন পরীক্ষার্থীরা। সেই কারণেই মুখ, মাথা, কান ঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

এর পাশাপাশি এতদিন কর্নাটকে পরীক্ষাকেন্দ্রে গয়না পরে ঢোকা নিষিদ্ধ ছিল। তবে. হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবির জেরে মহিলাদের মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরার অনুমতি দেওয়া হয়েছে। যদিও আর কোনও রকম গয়না পরতে পারবেন না পরীক্ষার্থীরা। এছাড়াও হাই হিল, জিন্স-টিশার্ট পরতে পারবেন না মহিলারা। কেবল হাফ শার্ট ও প্যান্ট পরতে হবে পুরুষদের, কিন্তু শার্ট গুঁজে পরতে পারবেন না। তবে, কারণ যাই হোক, এই নির্দেশিকা ঘিরে তুমুল বিতর্ক কর্নাটক জুড়ে।


Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version