Monday, November 10, 2025

গাজার পার্লামেন্ট দখল ইজরায়েলি সেনার, হামাসকে নির্মুলের অঙ্গীকার নেতানিয়াহুর

Date:

একমাসেরও বেশি সময় ধরে গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল(Israel)। পাল্টা আক্রমণে এখনও পর্যন্ত ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায়। মঙ্গলবার ভোরে হামাসের সঙ্গে তীব্র লড়াইয়ের পর গাজার(Gaza) পার্লামেন্ট ভবন(Parliament House) দখল করল ইজরায়েলের সেনাবাহিনী। পার্লামেন্ট ভবন দখলের পর ইজরায়েলের পতাকা নিয়ে সেনার গোলানি ব্রিগেডের সদস্যদের উল্লাসের ছবিও মঙ্গলবার প্রকাশ করেছে তেল আভিভ। পাশাপাশি এই সাফল্যের কথা প্রকাশ করে মঙ্গলবার হামাসকে ফের নির্মুল করার অঙ্গীকার করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইজরায়েল সেনার তরফে গাজার পার্লামেন্ট দখলের খবর প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সাফল্যে রীতিমতো খুশি। তিনি বলেন, “হামাসকে পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।” অন্য দিকে, ইজরায়েল সেনার মুখপাত্র দানিয়েল হাগারির হুঁশিয়ারি, “আমরা গাজাকে দ্রুত হামাসমুক্ত করব।” সোমবার ইজরায়েলি সেনার দখল করা আল-রানতিসি হাসপাতালে ভূগর্ভস্থ ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে দাবি করে তিনি বলেন, “গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালাতে হামাস জঙ্গিরা ওই সব সরঞ্জাম ব্যবহার করেছিল।”

উল্লেখ্য, প্রায় দেড় দশক আগে গাজায় নিরঙ্কুশ ক্ষমতা দখল করেছিল হামাস গোষ্ঠী। তখন থেকেই গাজার এই পার্লামেন্ট ভবন ছিল গাজার দখলে। এবার তা ইজরায়েলের দখলে চলে যাওয়া সেনার বড় সাফল্য হিসেবে মনে করছে সামরিক পর্যবেক্ষক এবং কূটনীতিক মহল। এদিকে আরও একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে রাষ্ট্রপুঞ্জের তরফে দাবি করা হয়েছে, গত ৪০ দিনের সংঘর্ষে গাজায় তাদের ১০১ জন কর্মী নিহত হয়েছেন।

Related articles

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, একাধিক গাড়িতে আগুন

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version