Friday, August 29, 2025

দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে ভয়াবহ অ.গ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্ব.লছে ট্রেনের বগি!

Date:

ফের রেল দুর্ঘটনা (Rail disaster)। এই নিয়ে ছয় মাসে পাঁচ বার। এবার উত্তরপ্রদেশের এটাওয়াতে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে (Delhi Dwarbhanga Express) ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলছে স্লিপার কোচের তিনটি বগি। ছট পুজোর আবহে ভিড়ে ঠাসা ট্রেনে অগ্নিকাণ্ডের (Fire incident in Train) ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন থেকে বাঁচতে লাইনে ঝাঁপ দেন যাত্রীরা। হতাহতের খবর মেলেনি, সকলকে নিরাপদে সেখান থেকে সরানো গেছে বলেই রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বুধবার উত্তরপ্রদেশের এটাওয়াতে সরাই ভূপত স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। রেলের আধিকারিকদের পাশাপাশি দমকলের ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে।

একবার বা দুবার নয় বিগত ছয় মাসে এ নিয়ে পাঁচ বার দুর্ঘটনার মুখে পড়েছে ভারতীয় রেল। বালেশ্বর, মাদুরাই, বক্সার, বিশাখাপত্তনমের পর এবার এটাওয়াতে ট্রেন দুর্ঘটনা। দিল্লি থেকে দ্বারভাঙা যাওয়ার পথে আগুন লাগে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তিনটি কামরায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যদিও এর উৎস সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। ০২৫৭০ নম্বর দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে দুর্ঘটনা যেন আরও একবার ভারতীয় রেলের হতশ্রী চেহারাটাকে প্রকাশ্যে এনে দিল। যাত্রীদের নিরাপত্তায় উদাসীন রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই একাধিকবার ট্রেন বিপর্যয়ের সাক্ষী থেকেছে দেশ। এবার উৎসবের মরশুমে অঘটন ! আতঙ্কিত যাত্রীরা বলছেন, ট্রেনে এমনিতেই সঠিক পরিষেবা পাওয়া যায় না তার উপর যাত্রীদের নিয়ে যদি এভাবেই উদাসীন থাকে কর্তৃপক্ষ তাহলে ক্রমশ দুর্ঘটনার খবর বাড়তেই থাকবে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version