Sunday, November 9, 2025

চাঁদা তোলার নামে দা.দাগিরি! আটকাতে গিয়ে মাথা ফা.টল পুলিশ সুপারের, গ্রে.ফতার ৩

Date:

পুজো এলেই চাঁদার জুলুমে অস্থির হয়ে ওঠেন শহরবাসী। এবার ধূপগুড়িতে (Dhupguri) কালীপুজোকে (kali puja) কেন্দ্র করে চাঁদা তোলার নামে তাণ্ডব চালাল এলাকারই কয়েকজন যুবক। রাস্তা আটকে জোর করে চাঁদা তোলার অভিযোগ। আর তা না চলে হুমকি, গালিগালাজ। এরপর অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে সেখানে পৌঁছলে পুলিশ সুপারকেও (Police Super) রেয়াত করা হয়নি। সূত্রের খবর, পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল পুলিশ সুপারের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এদিন অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

ধূপগুড়ি আংরাভাসা এলাকায় রাস্তা আটকে চাঁদা তুলছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। খবর পেয়ে চাঁদার জুলুম আটকাতে সেখানে গিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংডেন ভুটিয়া ও পুলিশের একটি দল। পরে ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় ওই দুষ্কৃতীরা চড়াও হয় পুলিশ সুপারের উপর। অভিযোগ, পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় পুলিশ সুপার ওয়াংডেন ভুটিয়ার। আহত অবস্থায় দ্রুত তাঁকে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

পুলিশ সুপারের দেহরক্ষী জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের গাড়ি ঘিরে ধরে ওই যুবকরা। হাতাহাতি শুরু করে। সুপার ওয়াংডেন ভুটিয়া গাড়ি থেকে নামলে তাঁর উপরেও ঝাঁপিয়ে পড়ে। তাঁকে বাঁচাতে এগিয়ে আসতেই পুলিশ সুপারের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরে তাঁর মাথা ফাটিয়ে দেয় ওই যুবকরা। এদিকে বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। অভিযুক্তদের খোঁযে শুরু হয়েছে তল্লাশি।

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version