Thursday, August 21, 2025

সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাড্ডু, বিশেষ কবিতা সূর্য’র

Date:

চলতি বিশ্বকাপে এক বিশেষ পুরস্কার সামনে এনেছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। ভারতের প্রত‍্যেক ম‍্যাচের পর তুলে দেওয়া হচ্ছে সেরা ফিল্ডারের পদক। অন‍্যথা হলো না সেমিফাইনাল ম‍্যাচেও। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। আর এরপর ড্রেসিংরুমে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন দলের ফিল্ডিং কোচ টি দীলিপ। এবার সেরা ফিল্ডারের পুরস্কার পান রবীন্দ্র জাদেজা। তাঁর গলায় মেডেল পরিয়ে দেওয়ার সময় কবিতা করেন সূর্যকুমার যাদব।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, দলের ফিল্ডিং কোচ টি দীলিপ বলেন, সবসময় ফিল্ডিংয়ে একেবারে নিখুঁত থাকা যায় না। আমার মতে প্রত্যেকেই ভুল করে। কিন্তু চ্যাম্পিয়ন টিম হল সেটাই, যে দল প্রতিকূলতার মধ্যে থেকে প্রত্যাবর্তন করে। আর আমরা নিজেদের ইচ্ছাশক্তি দেখিয়েছি এবং বলের সামনে নিজেদের শরীর ছুড়ে দিয়েছি, তা দুর্দান্ত। তারপরই সেরা ফিল্ডারের নমিনির নাম ঘোষণা করেন ভারতের ফিল্ডিং কোচ। প্রথমেই সিরাজের নাম ঘোষণা করেন। যিনি গত কয়েকটি ম্যাচে আহামরি ফিল্ডিং করতে না পারলেও প্রথম সেমিফাইনালে মাঠে তাঁর পারফরম্যান্স প্রশংসা আদায় করে নিয়েছে দিলীপের। নমিনেশনের তালিকায় দ্বিতীয় নাম ছিল জাদেজার। তাঁকে ‘গার্ডিয়ান’ হিসেবে সম্বোধন করে ভারতের ফিল্ডিং কোচ। এরপর নমিনেশন হিসেবে রাহুলের নাম ঘোষণা করেন ফিল্ডিং কোচ।আর তারপরই সেরা ফিল্ডার হিসেবে জাদেজার নাম ঘোষণা করেন ভারতের ফিল্ডিং কোচ। হাততালিতে ফেটে পড়ে। তারপর জাদেজাকে মেডেল পরিয়ে দেন সূর্যকুমার।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version