Saturday, November 8, 2025

ভাঙড়ে ISF নেতার বাড়ির পাশেই উদ্ধার বস্তা ভর্তি বো.মা! দো.ষীদের শা.স্তির দাবিতে সরব তৃণমূল

Date:

ফের ভাঙড়ে (Bhangar) উদ্ধার বোমা (Bomb)। শুক্রবার ভাঙড়ের পানাপুকুর এলাকায় আইএসএফ (ISF) পঞ্চায়েত সদস্য আজহার মোল্লার (Azahar Molla) বাড়ি থেকে উদ্ধার বস্তা-ভর্তি বোমা। এদিকে শুক্রবার সকালে খবর পেয়ে ভাঙড়ের ওই গ্রামে যায় কাশীপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও। এদিকে ঘটনার পর আইএসএফ পঞ্চায়েত সদস্য পলাতক। পানাপুকুর এলাকায় একটি বাগানের মধ্যে বস্তা ভর্তি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, এদিন একটি ড্রামের মধ্যে বোমাগুলি রেখে, ড্রাম-সমেত তা ঢুকিয়ে রাখা হয়েছিল বস্তার মধ্যে। পরিত্যক্ত ওই বাগানের মধ্যে সেই বস্তা লুকিয়ে রাখা ছিল। শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা খবর দেন কাশীপুর থানায়।

এদিকে খবর পেয়েই পুলিশ পানাপুকুর এলাকার ওই বাগানে যায় এবং বোমাগুলি উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস (TMC) নেতা আরাবুল ইসলাম। বোমা উদ্ধারের ঘটনায় সরাসরি আইএসএফের দিকেই নিশানা করছেন আরাবুল। তাঁর বক্তব্য, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য আইএসএফ কর্মী-সমর্থকরা এই বোমা মজুত রেখেছে। সামনেই লোকসভা ভোট। তার আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে আইএসএফ। ঘটনার যথাযথ তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আরাবুল।

তবে এদিকে সকালে বোমা উদ্ধারের পরই বাড়ি থেকে পলাতক আজহার মোল্লা। এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। তবে এই বিপুল পরিমাণ বোমা কোথা থেকে এল, আজহার মোল্লা সেখানেই বোমা তৈরি করেন নাকি বাইরে থেকে বোমা নিয়ে আসা হয়েছে, সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

 

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version