Tuesday, November 4, 2025

বাড়ল অ.স্বস্তি! ৭২ ঘণ্টার মধ্যে ISF বিধায়ক নওশাদকে হাজিরার নির্দেশ গড়ফা থানার

Date:

আগেই চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য (Non Bailable) ধারায় দায়ের হয়েছে মামলা। এবার আইএসএফ বিধায়ক (ISF MLA) নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) হাজিরার নির্দেশ। জানা গিয়েছে, দিন কয়েক আগেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ির চালকের (Driver) বিরুদ্ধে গড়ফা থানায় (Garfa Police Station) জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ ওঠে ভাঙড়ের আইএসএফ বিধায়কের চালকের বিরুদ্ধে। অন্য একটি গাড়িতে ধাক্কা মারা ও বচসায় জড়ানোর অভিযোগ ওঠে।

জানা গিয়েছে, এদিন গাড়িতে বিধায়ক নওশাদ নিজেও ছিলেন। পরিস্থিতি সামলাতে গাড়ি থেকে নেমে এসেছিলেন তিনি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এবার সেই ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সিআরপিসির ৪১ ধারায় নোটিশ পাঠিয়ে পুলিশ সাফ জানায়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে গড়ফা থানায় হাজিরা দিতে হবে নওশাদকে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতির গাড়ির চালককে চড় মারার অভিযোগ ওঠে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছিল গড়ফা থানা এলাকার অভিষিক্তা মোড়ে। নওশাদের চালকর বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে গড়ফা থানায়।

মঙ্গলবার দুপুরে ইএম বাইপাসের উপর দু’টি গাড়ির রেষারেষি চলছিল বলে অভিযোগ। তার মধ্যে একটি গাড়ি ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকির। তখনই বিচারপতির গাড়িতে নওশাদের গাড়ি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। সেখান থেকেই দুই চালকের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তারপরই নওশাদের চালক সপাটে চড় মারে বিচারপতির গাড়ির চালককে। তখন পরিস্থিতি বেগতিক দেখে নওশাদ গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামলান। কিন্তু এই ঘটনায় গড়ফা থানায় নওশাদ, তাঁর নিরাপত্তারক্ষী এবং তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সিআরপিসি’‌র ৪১ ধারায় নোটিশ পাঠায় পুলিশ। তবে এই নোটিশ পেয়ে মোটেই খুশি নন আইএসএফ বিধায়ক।

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version