Thursday, November 13, 2025

বঙ্গে শিল্পের জোয়ার, পানাগর থেকে কোচবিহার পর্যন্ত হবে বাণিজ্য করিডর

Date:

রাজ্যের শিল্পে জোয়ার আনতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল করিডর পলিসি (West Bengal Industrial Corridor Policy) তৈরি করছে রাজ্য সরকার (Government of West)। এই করিডর পলিসির লক্ষ্য রাজ্যের শিল্প ভাবনাকে আরো বাস্তবসম্মত করা।

এই পলিসি অনুযায়ী বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। সেখানে রয়েছে ক্লাসটার ভিত্তিক শিল্পকে বিকশিত করা হবে। বড় বেসরকারি শিল্পদ্যোগীদের বিনিয়োগে জোর দেওয়া হবে, ল্যান্ড ইউজ ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যান তৈরি করা হবে, পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম জমির অধিগ্রহণ করা, ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করা, জমি বিক্রি করা, ইজারা দেওয়া, শিল্পের উপযোগী হিসেবে জমি রূপান্তরিত করার উপর জোর দেওয়া হবে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের শিল্প ভাবনাকে আরো বাস্তবসম্মত করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল করিডর পলিসি তৈরির উদ্যোগ নিয়েছে নবান্ন।

জানা যাচ্ছে, দুটি পর্যায়ে এই শিল্প করিডর তৈরি করা হবে। প্রথম পর্যায়ে রয়েছে রঘুনাথপুর থেকে তাজপুর (Tajpur) পর্যন্ত ৩৯৮ কিলোমিটার এলাকা। ডানকুনি থেকে ঝাড়গ্রাম (Jhargram) পর্যন্ত রয়েছে ১৬০ কিলোমিটার এলাকা। ডানকুনি (Dankuni) থেকে কল্যাণী (Kalyani) পর্যন্ত ৪৩ কিলোমিটার এলাকা এবং পানাগড় থেকে কোচবিহার পর্যন্ত ৬৩৯ কিলোমিটার এলাকা। অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ে থাকছে গুরুডি থেকে জোকা (Joka) পর্যন্ত ২৩৪ কিলোমিটার এলাকা‌। খড়গপুর (Kharagpur) থেকে মোড়গ্রাম পর্যন্ত ২৩০ কিলোমিটার এলাকা।

Related articles

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...
Exit mobile version