Thursday, August 28, 2025

এবারের কার্তিক পুজো আজ পালিত হচ্ছে বাংলার ঘরে ঘরে। কিন্তু জানেন কী, আজ কখন লাগছে কার্তিক পুজোর তিথি, কতক্ষণ থাকবে পুজোর শুভ সময়। দেব সেনাপতি কার্তিকের পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট ও মাহাত্ম্য জেনে নিন এখানে।

আজ ১৭ নভেম্বর শুক্রবার পালিত হচ্ছে কার্তিক পুজো। প্রতি বছর কার্তিক সংক্রান্তি, অর্থাত্‍ কার্তিক মাসের শেষ দিনে পালিত হয় কার্তিক পুজো। এই দিনেই তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে সূর্য। আগামিকাল থেকে শুরু হবে অগ্রহায়ণ মাস।

কার্তিক পুজোর সময়কাল – ১৭ নভেম্বর ২০২৩ (শুক্রবার)। শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হয়েছে ১৭ নভেম্বর ২০২৩ সকাল ৪টে ৩৩ মিনিটে। চতুর্থী তিথির অবসান হবে ১৮ নভেম্বর ২০২৩ সকাল ৬টায়। তার সঙ্গে আজ রয়েছে গ্রাম বাংলার নিজস্ব ইতু পুজোও। কার্তিক মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অবসান হবে এই একমাসব্যাপী আকাশ প্রদীপ দেখানোও।

মা দুর্গা এবং মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। এই পৌরাণিক দেবতা অত্যন্ত বীর ও সাহসী। তিনি সুদর্শন ও বলিষ্ঠ চেহারার অধিকারী। প্রচলিত বিশ্বাস অনুসারে, দেব সেনাপতি কার্তিকের পুজো করলে পুত্র সন্তান লাভ হয়। তাঁর মতো সাহসী ও সুদর্শন সন্তান লাভ করতে অনেক নববিবাহিত দম্পতি কার্তিক পুজো করে থাকেন। এই কারণে আমাদের রাজ্যে নববিবাহিত দম্পতির ঘরে লুকিয়ে কার্তিক ফেলে আসার প্রথা রয়েছে। পাড়ার বন্ধুবান্ধবরাই সাধারণত এই কাজ করে থাকেন। সেই কার্তিক তুলে এনে বাড়িতে পুজো করার রীতি রয়েছে।

কেন করবেন কার্তিক পুজো?

কার্তিকের আরাধনা করলে সাংসারের বিভিন্ন ক্ষেত্রে সুফল পাওয়া যায় এবং আয় বৃদ্ধি হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ ও বল লাভ হয় বলে মনে করা হয়। দেব সেনাপতি কার্তিকের উপাসনা করলে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব কেটে যায় বলেও মনে করা হয়। এ রাজ্যে কার্তিক ঠাকুর চিরকুমার। তবে দক্ষিণ ভারতে মুরুগান নামে কার্তিকের যে রূপের উপাসনা করা হয়, সেখানে তাঁর দুই স্ত্রী।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version