Thursday, December 4, 2025

ছটপুজোর নি.রাপত্তা জোরদার করতে কলকাতায় অতিরিক্ত ৪ হাজার পুলিশ

Date:

ছটপুজো উপলক্ষ্যে শহরজুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করল কলকাতা পুলিশ। আগামী ১৯ ও ২০ নভেম্বর অতিরিক্ত ৪ হাজার পুলিসকর্মী মোতায়েন করা হচ্ছে শহরে। পুকুর ও ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এবার কলকাতার মোট ১৩৩টি জায়গায় ছটপুজোর আয়োজন হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে সেই জায়গাগুলিতে থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি এবারও সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ও পুলিশ। দুই সরোবরের গেটে এই সংক্রান্ত নিষেধাজ্ঞা ঝোলানো হয়েছে। সর্বত্র নিরাপত্তা বজায় রাখতে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

লালবাজারের তরফে জানানো হয়েছে, ১৯ তারিখ রবিবার সূর্যাস্তের পর ছট পুজো হবে। আবার পরের দিন সূর্যোদয়ের আগে জলাশয়গুলিতে পুজো হবে। সেই উপলক্ষ্যে ১৯ তারিখ সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তায় পুলিশি প্রহরা বাড়ানো হচ্ছে। কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) পান্ডে সন্তোষ বলেন, “আইন-শৃঙ্খলা বজায় রাখার নেতৃত্বে ৩৫ ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন। তাঁদের অধীনে দায়িত্ব সামলাবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইনসপেক্টররা।”

অন্যদিকে, সুভাষ ও রবীন্দ্র সরোবর বন্ধ রাখতে গতবছর থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। এই দু’টি জায়গায় ২৫০ জন করে ফোর্স মোতায়েন থাকছে। সরোবরের সবক’টি গেটে অতিরিক্ত প্রহরা থাকবে। এ ছাড়াও গোটা সরোবর ঘিরে রাখবে পুলিশ। পুজোর সামগ্রী যাতে কোনওভাবে লেকের জলে না পড়ে সেদিকে নজর রাখবেন তাঁরা। সবমিলিয়ে ছটপুজোর সময় যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।


Related articles

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...
Exit mobile version