Sunday, November 2, 2025

কাজ না করেই মিলেছে বেতন! ১০ পুরসভার হাজিরা খাতা-বায়োমেট্রিক মেশিনের নথি খতিয়ে দেখবে ইডি

Date:

পুর নিয়োগ মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এবার নজরে থাকা সবকটি পুরসভার হাজিরার খাতা (Attendance Sheet) এবং বায়োমেট্রিক মেশিনের (Biometric Machine)  নথি দেখাতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন তাঁরা কাজ না করে বা কাজের জায়গায় কোনওরকম হাজিরা না দিয়েই বেতন নিয়েছেন। তবে তাঁরা কারা তা জানতে এবার ময়দানে ইডি। সূত্রের খবর, এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে ইতিমধ্যে এক প্রস্থ কথা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কিন্তু পুর নিয়োগ মামলার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত তেমন কিছু অভিযোগ সামনে আনতে পারেননি ইডি আধিকারিকরা। যার কারণে হাই কোর্টেরও প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থাকে।

সূত্রের খবর, বর্তমানে ১০ পুরসভার নাম এক্ষেত্রে উঠে এসেছে। আর সেকারণেই ১০ পুরসভার হাজিরার খাতা এবং বায়োমেট্রিক নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত চলাকালীনই ইডির নজরে এসেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের বিষয়টি। পরে আদালত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ইডিও সমান্তরালভাবে তদন্ত শুরু করে। আর সেই তদন্তে নেমেই ইডির স্ক্যানারে উঠে আসে কামারহাটি, বর্ধমান, নিউ ব্যারাকপুর, বারাকপুর, পানিহাটি, দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর-সহ একাধিক পুরসভা বা পুরনিগম।

 

 

 

 

Related articles

বাজিগরের সংলাপে রাহানের শুভেচ্ছা, শাহরুখের জন্মদিনে কী লিখলেন গম্ভীর?

ক্যালেন্ডারের পাতা বলছে রবিবার ২ নভেম্বর, বলিউড বাদশা কিং খানের জন্মদিন। শাহরুখ খান(Shahrukh Khan) শুধু বলিউডের সীমানায় নিজেকে...

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...
Exit mobile version