Friday, January 30, 2026

ভরা এজলাসেই পরীক্ষার ব্যবস্থা! মামলাকারীর ‘মি.থ্যা’ আবেদন খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

ওএমআর শিটে (OMR Sheet) হাতের লেখার কোনও মিল নেই। এমন অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষার পরীক্ষার্থী হাফিজুল মোল্লা। তিনি সাফ জানান, যে ওএমআর শিট দেখানো হচ্ছে, তাতে হাতের লেখা তাঁর নয়। শুক্রবার সেই মামলায় আবেদনকারীর আসল চেহারা সামনে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। পাশাপাশি বিষয়টি স্পষ্ট হতেই মামলা খারিজ করে দেন বিচারপতি।

হাফিজুলের অভিযোগ, ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষার যে ওএমআর শিট দেখানো হচ্ছে, তাতে হাতের লেখা তাঁর নয়। এরপরই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন হাফিজুল। তবে শুক্রবার এজলাসেই হাতের লেখা মিলিয়ে দেখে মামলাকারীর আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এএমআর শিটের লেখার সঙ্গে হাফিজুলের হাতের লেখা মিলিয়ে দেখতে এজলাসেই একটি পরীক্ষার ব্যবস্থা করেন। তারপরই সকলের সামনে দু’টি হাতের লেখা মিলিয়ে দেখেন বিচারপতি। আর তাতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। এএমআরের লেখা ও প্রার্থী হাফিজুলের লেখার মধ্যে স্পষ্ট মিল খুঁজে পান তিনি। তারপরেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি।

বিচারপতি সাফ জানান, আবেদনকারী একজন মিথ্যাবাদী। এই ওএমআর শিটের লেখা তাঁরই। উত্তরপত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি পাশ করেননি। তবুও মিথ্যা মামলা করেছেন তিনি। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, যেহেতু হাফিজুল কোনও চাকরি করেন না, সেকারণে তাঁকে কোনও জরিমানা করা হয়নি। উল্লেখ্য, হাফিজুল পরীক্ষায় পাশ না করলেও তথ্য অনুসন্ধান আইনের মাধ্যমে তাঁর উত্তরপত্র বা এএমআর শিট হাতে পান। কিন্তু পর্ষদের দেওয়া ওই ওএমআর শিট তাঁর নয়, এমন অভিযোগ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন তিনি।

 

 

 

 

spot_img

Related articles

ভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে...

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...