Wednesday, November 5, 2025

ভরা এজলাসেই পরীক্ষার ব্যবস্থা! মামলাকারীর ‘মি.থ্যা’ আবেদন খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

ওএমআর শিটে (OMR Sheet) হাতের লেখার কোনও মিল নেই। এমন অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষার পরীক্ষার্থী হাফিজুল মোল্লা। তিনি সাফ জানান, যে ওএমআর শিট দেখানো হচ্ছে, তাতে হাতের লেখা তাঁর নয়। শুক্রবার সেই মামলায় আবেদনকারীর আসল চেহারা সামনে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। পাশাপাশি বিষয়টি স্পষ্ট হতেই মামলা খারিজ করে দেন বিচারপতি।

হাফিজুলের অভিযোগ, ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষার যে ওএমআর শিট দেখানো হচ্ছে, তাতে হাতের লেখা তাঁর নয়। এরপরই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন হাফিজুল। তবে শুক্রবার এজলাসেই হাতের লেখা মিলিয়ে দেখে মামলাকারীর আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এএমআর শিটের লেখার সঙ্গে হাফিজুলের হাতের লেখা মিলিয়ে দেখতে এজলাসেই একটি পরীক্ষার ব্যবস্থা করেন। তারপরই সকলের সামনে দু’টি হাতের লেখা মিলিয়ে দেখেন বিচারপতি। আর তাতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। এএমআরের লেখা ও প্রার্থী হাফিজুলের লেখার মধ্যে স্পষ্ট মিল খুঁজে পান তিনি। তারপরেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি।

বিচারপতি সাফ জানান, আবেদনকারী একজন মিথ্যাবাদী। এই ওএমআর শিটের লেখা তাঁরই। উত্তরপত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি পাশ করেননি। তবুও মিথ্যা মামলা করেছেন তিনি। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, যেহেতু হাফিজুল কোনও চাকরি করেন না, সেকারণে তাঁকে কোনও জরিমানা করা হয়নি। উল্লেখ্য, হাফিজুল পরীক্ষায় পাশ না করলেও তথ্য অনুসন্ধান আইনের মাধ্যমে তাঁর উত্তরপত্র বা এএমআর শিট হাতে পান। কিন্তু পর্ষদের দেওয়া ওই ওএমআর শিট তাঁর নয়, এমন অভিযোগ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন তিনি।

 

 

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...