Thursday, December 18, 2025

ভরা এজলাসেই পরীক্ষার ব্যবস্থা! মামলাকারীর ‘মি.থ্যা’ আবেদন খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

ওএমআর শিটে (OMR Sheet) হাতের লেখার কোনও মিল নেই। এমন অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন দক্ষিণ ২৪ পরগনার ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষার পরীক্ষার্থী হাফিজুল মোল্লা। তিনি সাফ জানান, যে ওএমআর শিট দেখানো হচ্ছে, তাতে হাতের লেখা তাঁর নয়। শুক্রবার সেই মামলায় আবেদনকারীর আসল চেহারা সামনে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। পাশাপাশি বিষয়টি স্পষ্ট হতেই মামলা খারিজ করে দেন বিচারপতি।

হাফিজুলের অভিযোগ, ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক পরীক্ষার যে ওএমআর শিট দেখানো হচ্ছে, তাতে হাতের লেখা তাঁর নয়। এরপরই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন হাফিজুল। তবে শুক্রবার এজলাসেই হাতের লেখা মিলিয়ে দেখে মামলাকারীর আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এএমআর শিটের লেখার সঙ্গে হাফিজুলের হাতের লেখা মিলিয়ে দেখতে এজলাসেই একটি পরীক্ষার ব্যবস্থা করেন। তারপরই সকলের সামনে দু’টি হাতের লেখা মিলিয়ে দেখেন বিচারপতি। আর তাতেই সবকিছু পরিষ্কার হয়ে যায়। এএমআরের লেখা ও প্রার্থী হাফিজুলের লেখার মধ্যে স্পষ্ট মিল খুঁজে পান তিনি। তারপরেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি।

বিচারপতি সাফ জানান, আবেদনকারী একজন মিথ্যাবাদী। এই ওএমআর শিটের লেখা তাঁরই। উত্তরপত্র দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি পাশ করেননি। তবুও মিথ্যা মামলা করেছেন তিনি। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, যেহেতু হাফিজুল কোনও চাকরি করেন না, সেকারণে তাঁকে কোনও জরিমানা করা হয়নি। উল্লেখ্য, হাফিজুল পরীক্ষায় পাশ না করলেও তথ্য অনুসন্ধান আইনের মাধ্যমে তাঁর উত্তরপত্র বা এএমআর শিট হাতে পান। কিন্তু পর্ষদের দেওয়া ওই ওএমআর শিট তাঁর নয়, এমন অভিযোগ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন তিনি।

 

 

 

 

spot_img

Related articles

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...