Saturday, November 8, 2025

ফাইনালে মোতেরা স্টেডিয়ামে গ্যালারিতে শচীন-আশা-শাহরুখ, হার নিয়ে ফিরল বলিউড

Date:

বিশ্বকাপ ফাইনালে মোতেরা স্টেডিয়ামে চাঁদের হাট। কে ছিলেন না? বলিউড তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারাদের মেলায় কে ছিলেন না? কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে ফাইনাল দেখতে হাজির ছিলেন মাঠে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অভিষেক বচ্চন, অনিল কাপুরের মতো বলিউড অভিনেতারা। কিন্তু ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যেতেই শোকের সাগরে ডুবলেন তাঁরা।

মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ১ লক্ষ ৩০ হাজার দর্শকের সঙ্গে সেলেবরাও ২০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা চেয়েছিলেন। কিন্তু সেই একই হতাশার গল্প, আরও একটা শোকগাথা লেখা হল ভারতীয় ক্রিকেটে। ওয়ান্ডারার্সের পর এবার মোতেরায়। শোক সাগরে ডুবল গোটা দেশ।

শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়রাও মাঠ ছাড়লেন হতাশ হয়ে। মন খারাপ মাঠে থাকা ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরও। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে হার। শোকে পাথর বিরাট কোহলির অভিনেত্রী-স্ত্রী অনুষ্কা শর্মাও। ম্যাচের বিরতিতে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রীতম চক্রবর্তী। এছাড়াও জোনিথা গান্ধী, নাকাশ আজিজরা মন মাতালেন। ফাইনালের সেরা আকর্ষণ ছিল বায়ুসেনার জমকালো প্রদর্শনী। কিন্তু যাবতীয় আয়োজনের রোশনাই ম্যাচের পর যেন শ্রাদ্ধবাসরে পরিণত।

বিসিসিআই-এর তরফে আমন্ত্রিত ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়করা। কিন্তু আশ্চর্যজনকভাবে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন না ’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমি আমন্ত্রিত নই। তাই মাঠে যাইনি। আমি চেয়েছিলাম, ’৮৩-র পুরো দল আমার সঙ্গে থাকুক ফাইনালে। কিন্তু আমার মনে হয়, এত বড় টুর্নামেন্টে নিজেদের দায়িত্ব সামলাতে ব্যস্ত সবাই। তাই হয়তো ভুলে গিয়েছে আমান্ত্রণ জানাতে।’’ কপিলের এই ঘটনাও যেন মন খারাপের দীর্ঘশ্বাস আরও বাড়াল।

আরও পড়ুন- নজরে BGBS: বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version