Thursday, August 21, 2025

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফাইনাল ম্যাচ দেখাতে মাকে আহমেদাবাদে নিয়ে এলেন শামি

Date:

স্বপ্ন দেখেছিলেন মাকে একদিন মাঠে বসিয়ে নিজের খেলা দেখাবেন। কিন্তু সেই ম্যাচ যে বিশ্বকাপ ফাইনাল (World Cup Final) তা হয়তো ভাবতে পারেননি মাও (Mother)। কিন্তু এবার সেই কাজই করে দেখালেন ভারতীয় ক্রিকেট দলের পোস্টার বয় মহম্মদ শামি (Md Shami)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে আহমেদাবাদে মাকে নিয়ে এলেন শামি। তবে শুধু মা নন, শামি নিয়ে এসেছেন তাঁর দাদাকেও। রবিবাসরীয় বড় ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বসেই বল হাতে বিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছেলের দাপট দেখতে মুখিয়ে রয়েছেন মা ও দাদা। বড় ম্যাচের আগে ঈশ্বর তাঁর ছেলে এবং দেশকে জিতিয়ে দেবেন, দৃঢ় বিশ্বাস শামির মায়ের।

বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে তিনি খেলতে পারেননি। দলের কম্বিনেশনের কারণে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছিল। কিন্তু টুর্নামেন্টে প্রথম একাদশে সুযোগ পেতেই কামাল করে দিয়েছেন মহম্মদ শামি। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ ২৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু কেন শুরুর দিকে শামিকে খেলানো হয়নি, ফাইনালের আগে সাংবাদিক বৈঠক করে সে কথা স্পষ্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত জানান, বিশ্বকাপের শুরুর দিকে খেলতে না পারা শামির কাছে কঠিন ছিল ঠিকই। কিন্তু দলের প্রয়োজনে ও সবসময়ে হাজির ছিল। সাহায্য করেছেন বুমরাহ, সিরাজকে। তাই শামি কতটা টিমম্যান, এর থেকেই বোঝা সম্ভব।

তবে ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচকেই কেন মাকে দেখানোর জন্য ভেছে নিলেন ভারতের এই পেসার? সূত্রের খবর, ২০ বছর পর ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ এসেছে ভারতের সামনে। দুরন্ত ফর্মে থাকলেও ফাইনাল ম্যাচে কিছুটা হলেও চিন্তা তো আছেই। তবে মাঠে মা বসে খেলা দেখলে নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন শামি। আহমেদাবাদের মাটিতে আগুন ঝরাতে প্রস্তুত হচ্ছেন শামি।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version