Thursday, August 21, 2025

ফের কেন্দ্রীয় প্রকল্পে শীর্ষে বাংলা, হকারদের ঋণ দানে দেশের মধ্যে সেরার শিরোপা

Date:

একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে দেশের মধ্যে শীর্ষস্থানে বাংলা। অথচ নানা অভিযোগে রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্রের (Centre) মোদি সরকার। এবার হকারদের ঋণ দান প্রকল্পে লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে চলতি বছরে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বাংলা। চলতি বছরে রাজ্যকে তিন লক্ষের বেশি হকারকে ব্যাঙ্ক ঋণ (Loan) দেওয়ার টার্গেট দেওয়া হয়েছিল। গত সপ্তাহ পর্যন্ত ওই প্রকল্পে আড়াই লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। দেড় লক্ষের বেশি আবেদনকারী টাকা পেয়ে গিয়েছেন বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর।

রাজ্যের প্রায় ১০টি পুরসভায় লক্ষ্যমাত্রার থেকেও বেশি আবেদন জমা পড়েছে। তালিকায় রয়েছে মাথাভাঙা, হলদিবাড়ি, সিউড়ি, মেখলিগঞ্জ, বোলপুর, রামপুরহাট, কাটোয়া, মুর্শিদাবাদ, দিনহাটার মতো পুরসভা। রাজপুর-সোনারপুর, মহেশতলা ও দক্ষিণ দমদম পুরসভার ক্ষেত্রে ঋণের আবেদন ১০ হাজার ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। প্রকল্পের শর্ত অনুযায়ী প্রথম দফায় ১০ হাজার টাকা নেওয়ার পর যদি উপভোক্তারা নির্দিষ্ট সময়ে তা শোধ করে দেন, তাহলে দ্বিতীয় ধাপে কুড়ি হাজার টাকার ঋণের (Loan) জন্য আবেদন করা যাবে। অনেক সুবিধাভোগী ইতিমধ্যেই প্রথম দফার ঋণ শোধ করে পরবর্তী ঋণের আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আরও পড়ুন: ৯ দিন ধরে আটকে সুড়ঙ্গে: উত্তরকাশীর ঘটনায় মুখ্যমন্ত্রী ধামিকে ফোন মোদির

কেন্দ্রীয় প্রকল্পের যথাযথ বাস্তবায়ন হচ্ছে না বলে বারবার অভিযোগ করে মোদি সরকার। এই অজুহাতে বাংলার হকের টাকা আটকে রাখা হয়েছে। কিন্তু তাদের এই অভিযোগ যে সঠিক নয়, তা বারবার প্রমাণিত। হকার ঋণের ক্ষেত্রেও রাজ্যের সাফল্যই সামনে এসেছে। বিভিন্ন পুরসভা এলাকায় কতজন হকারকে ঋণ দেওয়া হল, আবেদনই বা কত পড়ল, সবটাই নবান্ন থেকে নজরদারি করছেন খোদ মুখ্যসচিব।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘‘অনেক কিছুতেই আমরা এগিয়ে আছি। ১০০ দিনের কাজ হোক কিংবা অন্যান্য প্রকল্প—কেন্দ্রীয় সরকার নিজেরাই আমাদের একাধিকবার পুরস্কৃত করেছে। আবার তারাই অজুহাত দিয়ে টাকা আটকে রেখেছে। আখেরে গরিব মানুষের ক্ষতি হচ্ছে।‘‘

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version