Monday, May 12, 2025

বিদেশি পণব.ন্দিদের হাসপাতালে ঢুকিয়েছিল হামা.স, ভিডিও প্রকাশ্যে আনল ইজরায়েল

Date:

৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর বিদেশি পণবন্দিদের ধরে নিয়ে এসে গাজার হাসপাতাল ঢুকিয়েছিল হামাস। রবিবার সেই সব ভিডিও প্রকাশ্যে আনা হলো ইজরায়েলের তরফে। সেনার তরফে দাবি করা হয়েছে গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ছবি।

ইজরায়েল সেনার তরফে আল শিফা হাসপাতালের যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুই পণবন্দিকে। এই দুজন নেপাল ও থাইল্যান্ডের বাসিন্দা। ইজরায়েল থেকে এদের বন্দি করে গাজার হাসপাতালে আটকে রাখা হয়েছিল হামাসের তরফে। যদিও ওই বিদেশী নাগরিকেরা এখন কোথায় তা জানা যায়নি। ইজরায়েলি সেনার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, চার জন মিলে ধরে ধাক্কা দিতে দিতে এক ব্যক্তিকে হাসপাতালের ভিতরে নিয়ে যাচ্ছেন। তাঁদের প্রত্যেকের কাছেই রয়েছে আগ্নেয়াস্ত্র। ওই ব্যক্তির পরনে হাফ প্যান্ট। ঘরোয়া পোশাকেই তাঁকে তুলে আনা হয়েছে। এ ছাড়া, আর এক জনকে গুরুতর জখম অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়ার দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।

ইতিমধ্যেই গাজার আল শিফা হাসপাতালে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার দাবি, ওই হাসপাতালকেই ঢাল বানিয়েছে হামাস। সেখানে তাদের ঘাঁটি রয়েছে। প্যালেস্টিনীয় সশস্ত্র সংগঠনের সদস্যেরা হাসপাতালের নীচে সুড়ঙ্গও খুঁড়েছেন বলে দাবি ইজরায়েলের। উত্তর গাজার পর দক্ষিণ গাজাতে লাগাতার হামলা শুরু হয়েছে। গাজায় সেনা হামলায় গত দেড় মাসে ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে পাঁচ হাজার শিশু।

Related articles

সন্ত্রাস ও বাণিজ্য একইসঙ্গে চলতে পারে না: পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাস-বাণিজ্য যেমন কখনও একসঙ্গে চলতে পারে না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানকে স্পষ্ট...

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...
Exit mobile version