Monday, November 3, 2025

প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে দু.র্ঘটনা! ট্রাকের ধা.ক্কায় ম.র্মান্তিক পরিণতি ৬ পুলিশ আধিকারিকের

Date:

প্রধানমন্ত্রীর (Narendra Modi) নিরাপত্তার (Security) ডিউটিতে যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি। ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে প্রাণ গেল ৬ পুলিশ (Police) আধিকারিকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক পুলিশ অফিসার। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র র‍্যালিতে ভিআইপি (VIP) নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশ আধিকারিকরা। প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার সময়ই তাঁদের গাড়ির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। তাঁর জেরেই ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। জানা গিয়েছে এদিন ঘন কুয়াশার কারণেই লেন বুঝতে সমস্যা হয় পুলিশের গাড়িটির। উল্টোদিক থেকে যে দ্রুতগতিতে ট্রাক আসছে, তা দেখতে পাননি চালক, ফলে দুর্ঘটনা ঘটে। মৃতেরা হলেন, এএসআই রামচন্দ্র। তিনি খিনসর থানায় কর্মরত ছিলেন। এছাড়াও মৃত্যু হয়েছে কুম্ভরাম, সুরেশ মীণা, থানারাম এবং মহেন্দ্র নামে ৪ কনস্টেবলের।

 

রবিবার রাজস্থানে জনসভা ছিল প্রধানমন্ত্রীর। সেই সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই পুলিশ কর্মীরাও। জানা গিয়েছে, রবিবার ভোরে রাজস্থানের চুরু জেলার নাগৌর থেকে ঝুনুঝুনুর উদ্দেশে রওনা দিয়েছিল পুলিশের গাড়িটি। ৫৮ নম্বর জাতীয় সড়কের উপরে আচমকাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুলিশ অফিসারের। পরে হাসপাতালে আরও এক পুলিশ অফিসারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরেক আধিকারিক। তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। গ্যাসকাটার এনে গাড়ি কেটে পুলিশ আধিকারিকদের দেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

 

 

 

 

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version