Monday, August 25, 2025

উপাচার্য নিয়োগ: নির্দেশ পালন হল না কেন? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্যপালের আইনজীবী

Date:

রাজ্যে উপাচার্য নিয়োগের সমস্যা সমাধানে আলোচনার পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। তা ফলপ্রসূ হয়নি। আর তাতেই বেজায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। ভর্ৎসনার পাশাপাশি এবার উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য, রাজ্যপাল ও ইউজিসির প্রতিনিধিদের একসঙ্গে বসে তালিকা তৈরির নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

শীর্ষ আদালতের তরফে ইউজিসি, রাজ্য সরকার ও রাজ্যপালের তরফে উপাচার্য নিয়োগের প্যানেল গঠনের জন্য জমা দেওয়া প্রস্তাবিত নামের একটি সম্মিলিত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সবপক্ষকে একসঙ্গে বসার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা থেকেই উপাচার্য নিয়োগের চূড়ান্ত প্যানেল গঠন করবে সুপ্রিম কোর্ট। আগামী মাসের ১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। সেই দিনই আদালত ঠিক করবে, আদৌ কোনও কমিটি গঠন করা হবে কি না।

এদিন শুনানিপর্বে রাজ্যপালের তরফে আইনজীবীকে প্রশ্নের মুখে পড়তে হয়। আদালতের পর্যবেক্ষণের পরও কেন রাজভবন থেকে চিঠি দেওয়া হল তা নিয়ে ওঠে প্রশ্ন। শুনানিপর্বের একেবারে প্রথমে রাজ্য সরকারের তরফে আইনজীবী জানান, ২ নভেম্বর মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে দেখা করে আসেন রাজ্যপালের সঙ্গে। তা সত্ত্বেও জট খোলেনি। উলটে আচার্য তথা রাজ্যপাল জানিয়েছিলেন, আদালতের কোনও লিখিত নির্দেশ নেই। একথা শুনে বিচারপতি দীপঙ্কর দত্ত ভর্ৎসনা করে বলেন, “আগের দিন সবার সামনে বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন আপনারা আলোচনা করে সমস্যা মেটান। তার পরও আপনাদের লিখিত নির্দেশ প্রয়োজন? তার মানে পর্যবেক্ষণের কোনও গুরুত্ব নেই? তাহলে কি আমরা অর্ডার পাশ করব?” শীর্ষ আদালতের পূর্ববর্তী পর্যবেক্ষণ মেনে মুখ্যমন্ত্রী গত ২ নভেম্বর আচার্য তথা রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। এরপরই রাজ্যপালের আইনজীবীকে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রী ও আচার্যকে বৈঠকে বসার বিষয়টি প্রকাশ্য আদালতেই হয়। রাজ্যপালের তরফে আইনজীবী নিজে সেখানে উপস্থিত ছিলেন। তারপরও কেন এমন চিঠি রাজ্যপাল তথা আচার্য দিলেন?

আরও পড়ুন- ভোটারকে প্রভাবিত করতে ঢালাও উপহার! ৫ রাজ্যের নির্বাচনে বিপুল টাকা, মদ বাজেয়াপ্ত

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version