Wednesday, November 5, 2025

মমতার নেতৃত্বে পথ দেখাচ্ছে বাংলা! BGBS-র মঞ্চ থেকেই বিপুল বিনিয়োগের আশ্বাস শিল্পপতিদের

Date:

আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা আমাদের রাজ্যে আসুন এবং পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ করুন। বাংলায় পর্যটন ব্যবসার জন্য বিপুল সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার‌ও সম্প্রতি পর্যটনকে শিল্পের মান্যতা দিয়েছে। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রথম দিনেই শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের অনুরোধ করলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া (Harshvardhan Neotia)। এদিন বক্তব্য রাখতে উঠে তিনি বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন। তিনি এদিন আরও বলেন, আমরা তাজ গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে দিঘা, সুন্দরবন, লাটাগুড়ি সহ একাধিক জায়গায় বিভিন্ন প্রজেক্ট তৈরি করছি। আর এই প্রোজেক্টের কাজ শেষ হলে একদিকে যেমন প্রচুর মানুষের কর্মসংস্থান হবে ঠিক তেমনই সাধারণ মানুষ রাজ্যে অনেক নতুন ডেস্টিনেশনের সন্ধান পাবেন। পাশাপাশি এদিন তিনি সম্মেলনে আসা শিল্পপতিদের উদ্দেশে বলেন, বাংলার দিকে তাকাও। পর্যটন শিল্পে আরও জোয়ার আসতে চলেছে।

মঙ্গলবার থেকেই রাজ্যে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সপ্তমবারের বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রথম দিনই বাংলার বিপুল বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি থেকে শুরু করে আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরি, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারপার্সন সঞ্জীব গোয়েঙ্কা সহ বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে কী বললেন শিল্পপতিরা? দেখুন একঝলকে-

সঞ্জীব পুরী- আইটিসি চেয়ারম্যান

গত কয়েকবছরে পশ্চিমবঙ্গের অনেক ট্রান্সমিশন হয়েছে। আর পুরোটাই হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনি মনে করিয়ে দেন ইকোনমিক করিডর আগামী দিনে রাজ্যে ভাল শিল্প আনবে। এখানে শিল্পাঞ্চলে কোনও অসুবিধা হয় না বলে এদিন মনে করিয়ে দেন তিনি। তবে চেয়ারম্যান দিন সাফ জানিয়েছেন, খুব শীঘ্রই একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু হবে বাংলায়। পাশাপাশি আগামী দিনে বাংলায় আরও বিনিয়োগ করতে আগ্রহী আইটিসি। ইতিমধ্যেই ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।

আর দীনেশ (টিভিএস গ্রুপ, এক্সিকিউটিভ চেয়ারম্যান)

এদিনের মঞ্চে বক্তব্য রাখতে উঠে টিভিএস গ্রুপের চেয়ারম্যান আর দীনেশ বলেন, বাংলা শুধু পূর্ব ভারতের নয়, পাশ্ববর্তী দেশগুলোরও গেটওয়ে। তিনি এদিন মনে করিয়ে দেন বাংলার পরিকাঠামো ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে। তিনি আরও জানান, টিভিএস গ্রুপ বাংলায় একাধিক কাজ করে। তবে বর্তমানে বাংলায় যা কর্মসংস্থান হচ্ছে, তার তিনগুণ হবে আগামী ৩ বছরে।

হর্ষপতি সিংহানিয়া, জে কে গ্রুপ

জে কে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হর্ষপতি সিংহানিয়া বলেন, আমি বাংলায় জন্মেছি। তাই আমি আবার এই বাংলায় ফিরে আসছি। এদিনের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউনিট খুলতে চলেছে আমাদের গ্রুপ। যেখানে সরাসরি ২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। তিনি আরও জানান, আমি আশা করছি বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রিশাদ প্রেমজি, চেয়ারম্যান উইপ্রো

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উইপ্রোর চেয়ারম্যান প্রেমজি জানান,
আইটি ইন্ডাস্টি এগিয়ে নিয়ে যেতে বাংলার গুরুত্ব অপরিসীম। এদিন সল্টলেকের পাশাপাশি রাজারহাটে সেকেন্ড ক্যাম্পাসে ৫০ একর জমির উপর ২০০ কোটির কাজ হচ্ছে বলে জানান উইপ্রোর চেয়ারম্যান। তিনি আরও বলেন, আমরা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ করতে প্রস্তুত। উচ্চমানের হাসপাতাল ও শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতেও প্রস্তুত। এগুলি রাজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version