Saturday, November 8, 2025

২ বছরের মধ্যেই বাংলায় নয়া হাসপাতাল! BGBS-র প্রথম দিনেই বড় ঘোষণা দেবী শেঠির

Date:

আগামী ২ বছরের মধ্যে বাংলা পেতে চলেছে আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল (Super Speciality Hospital)। মঙ্গলবার সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই এমন ঘোষণা করলেন চিকিৎসক দেবী শেঠি (Doctor Debi Shetty)। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে তিনি জানান, আমার একটা স্বপ্ন আছে মানুষকে ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দিতে খুব শীঘ্রই কলকাতায় একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল গড়ার। পাশাপাশি আগামী ২ বছরের মধ্যেই সেই হাসপাতাল তৈরির কাজ সম্পন্ন হবে বলে এদিন জানান বিশিষ্ট এই চিকিৎসক। তিনি আরও জানান, ওই হাসপাতালে হার্ট থেকে শুরু করে ক্যান্সার সহ বহু মারণরোগের চিকিৎসা হবে। ১০০০ বেড বিশিষ্ট ওই হাসপাতালে রাজ্যের সাধারণ মানুষ বিশেষ চিকিৎসা পরিষেবা পাবেন। যার জন্য ১০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি। এরপরই দেবী শেঠি নিজের সঞ্চয়ের সিংহভাগ টাকা দিয়ে বাংলার জন্য দিগন্ত সৃষ্টির কথা ঘোষণা করেন। তিনি বলেন, ১০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে হাসপাতাল তৈরির ফলে।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। দেবী শেঠি এদিন মনে করিয়ে দেন, ৩৩ বছর আগে একজন হার্ট সার্জেন হিসাবে তিনি প্রথম কলকাতায় এসেছিলেন। তখনকার স্বাস্থ্য ব্যবস্থার থেকে বর্তমানে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার যে আমূল পরিবর্তন এসেছে সেকথা মনে করিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্ট এই চিকিৎসক। দেবী শেঠি মনে করিয়ে দেন, বর্তমানে বাংলার যা ক্ষমতা আছে যে কোনও রাজ্যকে পথ দেখাবে। পাশাপাশি বাংলায় তাঁদের গ্রুপের ব্যবসা যে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছেছে তাঁর জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে বিশিষ্ট এই চিকিৎসকের গলায়।

উল্লেখ্য, সপ্তমবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই হাজির হন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি, আই টি সি চেয়ারম্যান সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা। এছাড়াও, বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির ছিলেন চিকিৎসক দেবী শেঠি সহ বিশিষ্টরা।

 

 

 

 

Related articles

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...
Exit mobile version