Wednesday, November 12, 2025

‘চো.র-চি.টিংবাজ’, কাদা ছোড়া.ছুড়িতে বিজেপির দুই ‘সেলিব্রিটি’ হিরণ-রুদ্রনীল

Date:

ফের বঙ্গ বিজেপিতে। কলতলার ঝগড়া। বিজেপির অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবং অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের মধ্যে কাদা ছোড়াছুড়িতে তপ্ত গেরুয়া শিবিরের রাজনীতি। হিরণ এবং রুদ্রনীলের মধ্যেই প্রকাশ্য তরজা, যা নিয়ে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি।

এক দিকে, রুদ্রনীল ‘চোরেদের সঙ্গে যুক্ত’ বলে মন্তব্য করলেন হিরণ। অন্যদিকে, তার পাল্টা চিটফান্ড সংস্থার মালিকের সঙ্গে হিরণের সরাসরি যোগাযোগ বলে দাবি রুদ্রনীলের।

রুদ্রনীলকে কড়া আক্রমণ করে হিরণ বলেন, “রুদ্রনীলের তো পরের পর সিনেমা আসছে। তিনি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁরা ওঁকে নিশ্চয়ই এখন সিনেমায় সুযোগ দিচ্ছেন। উনি চোরেদের সঙ্গে কাজ করছেন। ওঁকে সংসার চালাতে হবে একজন অভিনেতা হিসেবে। উনি প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবেই চোরেদের সঙ্গে যুক্ত।” খড়্গপুর সদরের বিধায়কের আরও সংযোজন, “রুদ্রনীল তো অনেক ছবি করছেন এই মুহূর্তে। শ্রীকান্ত মোহতার ছবিতে উনি কাজ করছেন বা অন্য যাঁদের ছবিতে কাজ করছেন, তাঁরা তো আসলে চোর!”

হিরণকে পাল্টা দিতে দেরি করেননি রুদ্রনীল। রুদ্রনীলের দাবি, “হিরণবাবু এর আগে একটি ছবি করেছিলেন, ‘মাচো মস্তানা’ বলে শুনেছিলাম আমরা। ২০১২-‘১৩ হবে বোধহয়। রিমেক ফিল্মজের। পরে জানা যায়, রিমেক চিটফান্ডের যিনি মালিক, সেই পিপি তিওয়ারি ২০১২-‘২৩ সালে প্রায় ৬-৭ কোটি টাকা দিয়েছিলেন।”

হিরণ শ্রীকান্ত মোহতার নাম টেনে আনায় কেন্দ্রের কোর্টে বল ঠেলে দেন রুদ্রনীল। তাঁর কথায়, “শ্রীকান্ত মোহতা কোনও একটি আইনি জটিলতায় জড়িয়েছিলেন। উনি যদি চোর হন, ওঁর চ্যানেল রয়েছে, প্রযোজনা সংস্থা রয়েছে, যা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। তাহলে কেন্দ্রীয় সরকার সেগুলি বন্ধ করছে না কেন?”

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র বিশেষ কিছু বলতে চাননি। তবে অতীতের একটি প্রসঙ্গ টেনে কুণাল বলেন, “আমি একটি সিনেমায় ছিলাম যেখানে সারদার বিজ্ঞাপন ছিল। তার জন্য আমাকে পরে টাকা ফেরত দিতে হয়েছে। এই প্রসঙ্গেই বলি, সেই সিনেমার লাইন প্রোডিউসার ছিল রুদ্রনীল। ও সারদার টাকায় যে সিনেমা করেছেন এটা পরিষ্কার। টাকা নিয়ে কাজ করেছে রুদ্র, আর টাকা ফেরত দিতে হয়েছে আমাকে। তাই এই নিয়ে কেউ যদি কোনও সঠিক কথা বলেন, তাহলে তো সেটা ঠিকই।”


Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version