Wednesday, August 13, 2025

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে ফের জি.জ্ঞাসাবাদ, বিদ্যুতের বাড়িতে শান্তিনিকেতন থানার পুলিশ

Date:

সোমবারের পর ফের বুধবার। ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিশ্বভারতীর (Visva Bharati) সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বাড়িতে পুলিশ (Police)। এদিন সকালে তাঁকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করে শান্তিনিকেতন থানার পুলিশ (Shantiniketan Police)। প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় দায়ের হয়েছে ছ’টি মামলা। আর সেই মামলায় বিদ্যুতকে জিজ্ঞাসাবাদের জন্য এদিন সকালেই তাঁর বাসভবনে সদলবলে হাজির হয় পুলিশ।

সদ্য বিশ্বভারতীয় উপাচার্য পদে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পাশাপাশি বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠছিল। তাঁর ভূমিকা নিয়েও উঠেছিল বিস্তর প্রশ্ন। তবে বর্তমানে কলকাতা হাই কোর্টের দেওয়া রক্ষাকবচে কিছুটা স্বস্তিতে তিনি। জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে শান্তিপুর থানার পুলিশ। থানায় ডেকে নিয়ে যাওয়ার পরিবর্তে হাই কোর্টের নির্দেশ মেনেই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর সেই মতোই সোমবারের পর ফের বুধবার তাঁর বাসভবনে হাজির পুলিশ।

উল্লেখ্য, ফলক মামলা সহ আরও পাঁচ মামলা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই গত সোমবার বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। প্রশ্নোত্তর পর্বের পুরোটাই ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি তা লিখিত আকারেও নেওয়া হয় বিদ্যুতের থেকে। পরে তাতে সই করানো হয় প্রাক্তন উপাচার্যকে দিয়ে। উপাচার্য পদের মেয়াদ শেষের পরেই গত ১৪ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরার নোটিশ দেয় পুলিশ। কিন্তু তিনি হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পরে হাইকোর্টের নির্দেশ মতোই গত সোমবার প্রথমবার তাঁর বাড়িতে যায় শান্তিনিকেতন থানার পুলিশ।

 

 

 

 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version