Monday, May 5, 2025

বিধুরিতে ‘ধীরে চলো’ নীতি! ডিসেম্বরে BJP সাংসদকে তলব লোকসভার প্রিভিলেজ কমিটির

Date:

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ক্ষেত্রে লোকসভার এথিক্স কমিটির ব্যপক তাড়াহুড়ো থাকলেও, বিজেপি সাংসদ রমেশ বিধুরির ক্ষেত্রে ছবিটা কিছুটা ভিন্ন। সংসদে দাঁড়িয়ে বিতর্কিত ভাষণ দেওয়ার অভিযোগে বিজেপি সাংসদ রমেশ বিধুরিকে তলব করল লোকসভার প্রিভিলেজ কমিটি। যদিও এই সাংসদের ক্ষেত্রে বেশ ধীরে চলো নীতি নিয়েছে সংসদীয় কমিটি। আগামী ৭ ডিসেম্বর তলব করা হয়েছে রমেশ বিধুরিকে। ওই একই দিনে মৌখিক সাক্ষ্য দিতে ডাকা হয়েছে বিএসপি সাংসদ দানিশ আলিকে।

সংসদের অধিবেশন চলাকালীন লোকসভায় অশালীন মন্তব্য করেন বিজেপি (BJP) সাংসদ বিধুরি। অভিযোগ, চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali) উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্য করেন তিনি। বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। দানিশ আলিকে ‘আতঙ্কবাদী’ বলেও তোপ দাগেন রমেশ বিধুরি। যার জেরে বিধুরির বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেন দানিশ আলি। যার জেরে বিধুরিকে প্রথম তলব করা হয় ১০ অক্টোবর। অর্থাৎ ২ সপ্তাহ সময় দেওয়া হয় তাঁকে। যদিও সেদিন উপস্থিত হননি ওই সাংসদ। কারণ দেখান ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারের কাজে ব্যস্ত তিনি। তারপর থেকে টানা দেড়মাস হাত-পা গুটিয়ে বসে ছিল সংসদীয় কমিটি। ভোট প্রক্রিয়া মেটার পর এবার ৭ ডিসেম্বর তলব করা হল রমেশকে।

অর্থাৎ অভিযোগের পর সব মিলিয়ে আড়াই মাস সময় দেওয়া হল বিধুরিকে। ঠিক এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধুরিকে এত সময় দেওয়া হলেও মহুয়া মৈত্রের ক্ষেত্রে কিন্তু অতি তৎপরতা দেখা গিয়েছে এথিক্স কমিটির। তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠতেই পদক্ষেপ করে কমিটি। হাজিরা দেওয়ার জন্য মহুয়া বাড়তি সময় চাইলেও তা তিনি পাননি। এই ঘটনায় দ্বিচারিতার অভিযোগ উঠছে সংসদের কমিটির বিরুদ্ধে।

 

Related articles

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...
Exit mobile version