Sunday, November 9, 2025

তবে কি সংঘাতে ইতি? কানাডাবাসীর জন্য ই-ভিসা চালু ভারতের

Date:

সংঘাত কাটিয়ে এবার কি তবে স্বাভাবিক হতে চলেছে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক? প্রায় ২ মাস পর কানাডার নাগরিকদের জন্য ই ভিসা চালু করল ভারত সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমটাই দাবি করা হয়েছে। যার জেরে মনে করা হচ্ছে অবশেষে সংঘাত কাটিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক।

কানাডার মাটিতে খালিস্তানিদের দৌরাত্ব ও খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় দুই দেশের মধ্যে টানাপোড়েন চরম আকার নেয়। যার জেরে গত ২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে ভারত সরকার। সেই ভিসা পরিষেবা নতুন করে ফের চালু হয়েছে বলে জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে যদি সত্যিই এই ই ভিসা পরিষেবা চালু হয়ে থাকে তবে দুই দেশের সম্পর্কের শৈত্য কাটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে পার্লামেন্টে দাঁড়িয়ে অভিযোগ করেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকী, আমেরিকা-সহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদনও জানায় কানাডা। যদিও প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। জানিয়েছে, এহেন অভিযোগ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এর পর ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। সেই টানা পোড়েনের মাঝেই এবার জানা গেল, কানাডার বাসিন্দাদের অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা ই-ভিসা পরিষেবা চালু করেছে ভারত।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version