Thursday, August 21, 2025

সংঘাত কাটিয়ে এবার কি তবে স্বাভাবিক হতে চলেছে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক? প্রায় ২ মাস পর কানাডার নাগরিকদের জন্য ই ভিসা চালু করল ভারত সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমটাই দাবি করা হয়েছে। যার জেরে মনে করা হচ্ছে অবশেষে সংঘাত কাটিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক।

কানাডার মাটিতে খালিস্তানিদের দৌরাত্ব ও খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় দুই দেশের মধ্যে টানাপোড়েন চরম আকার নেয়। যার জেরে গত ২১ সেপ্টেম্বর থেকে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে ভারত সরকার। সেই ভিসা পরিষেবা নতুন করে ফের চালু হয়েছে বলে জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। যদিও সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে যদি সত্যিই এই ই ভিসা পরিষেবা চালু হয়ে থাকে তবে দুই দেশের সম্পর্কের শৈত্য কাটতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে পার্লামেন্টে দাঁড়িয়ে অভিযোগ করেন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকী, আমেরিকা-সহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদনও জানায় কানাডা। যদিও প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। জানিয়েছে, এহেন অভিযোগ অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এর পর ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। সেই টানা পোড়েনের মাঝেই এবার জানা গেল, কানাডার বাসিন্দাদের অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা ই-ভিসা পরিষেবা চালু করেছে ভারত।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version