Friday, November 7, 2025

ফের আ.ত্মহত্যা! রবীন্দ্র সরোবর-টালিগঞ্জ স্টেশনের মাঝে উদ্ধার দে.হ, ব্যাহত মেট্রো চলাচল

Date:

অফিস টাইমে ফের ব্যাহত মেট্রো চলাচল (Metro Service)। বুধবার সপ্তাহের কর্মব্যস্ত দিনে মেট্রোর (Metro Rail) লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করেন এক ব্যক্তি। দুর্ঘটনার জেরে কাজে বেরিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) ও টালিগঞ্জ (Tollygaunge) মেট্রো স্টেশনের মাঝে এক ব্যক্তি আত্মহত্যা করেন বলে অভিযোগ। শেষ পাওয়া খবর, ঠিক ৪৫ মিনিট পর ফের মেট্রো পরিষেবা চালু করা হয়। তবে নিত্যযাত্রীরা জানিয়েছেন, পরিষেবা চালু হলেও সকাল ১১টা ১৫ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রায় প্রতিটি স্টেশনেই অন্তত ৫-৭ মিনিট দাঁড়িয়েছে এক একটি ট্রেন। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মেট্রো রেলের আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যদিও মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। কেনই বা তিনি এমন কাণ্ড ঘটালেন তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মেট্রো রেল সূত্রে খবর, বুধবার সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ মেট্রোর এক মোটরম্যান ওই দেহটি দেখতে পান। তিনিই বিষয়টি জানান মেট্রো রেল কর্তৃপক্ষকে। খবর পাওয়ার পরই ১০টা ১৫ নাগাদ মেট্রো পরিষেবা বন্ধ করা হয়। শুরু হয় দেহ উদ্ধারের প্রক্রিয়া। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

 

 

 

 

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version