Sunday, November 9, 2025

বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে ২২ শতাংশেরও বেশি উন্নতি, ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ!

Date:

সফল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দুদিন ব্যাপী আয়োজিত BGBS-এর দ্বিতীয় তথা শেষ দিনে একগুচ্ছ মউ স্বাক্ষরিত হল। সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS)এরাজ্যের শিল্প বাণিজ্য বিনিয়োগ নিয়ে একগুচ্ছ তথ্য উঠে আসে। সেখানে স্বাস্থ্য খাতে উন্নয়নের খতিয়ান তুলে বিনিয়োগের আমন্ত্রণ জানান আমরি হাসপাতাল (Amri Hospital) গ্রুপের CEO রূপক বড়ুয়া (Rupak Barua)। তিনি এদিন ধন্যবাদ জানান রাজ্য সরকার ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অমিত মিত্র তাঁর নাম ঘোষণার পরেই মঞ্চে উপস্থিত সকলের সামনে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির একাধিক ছবি তুলে ধরেন তিনি। হেলথ সেক্টরে প্রায় ২২.২ শতাংশ গ্রোথ হয়েছে বলেও ব্যাখ্যা দেন রূপক। তবে এর পাশাপাশি তিনি ক্যান্সার চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপনের দিকে বিনিয়োগের আহ্বান জানান।

কলকাতার অন্যতম প্রধান হাসপাতাল আমরি গ্রুপের CEO আগামী ৩ বছরের মধ্যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে প্রায় ৭ হাজার ৯৩৩ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে এবং আগামিতে ১৯০০০ মানুষের কর্মসংস্থান হবে। রূপক বড়ুয়া বলেন, বাংলার হাসপাতালগুলি আন্তর্জাতিক মানের হয়ে উঠছে। ইতিমধ্যেই তাঁরা চেন্নাই গিয়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গেও কথা বলে জানান।প্রতি বছর মানুষ যাতে দক্ষিণ ভারতে চিকিৎসা করানোর পরিবর্তে বাংলাকে বেছে নেন তা সুনিশ্চিত করা হচ্ছে। সেখানকার শিল্পপতিদের সঙ্গেও কথা চলছে। বাংলা পূর্বের প্রবেশদ্বার এবং প্রতি মাসে প্রতিবেশী বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ এখানে বিশেষ করে কলকাতায় চিকিৎসা করাতে আসেন। বেড প্রতি ৬ জন করে মেডিক্যাল স্টাফের প্রয়োজন হয় যাতে রোগীদের সঠিকভাবে দেখভাল করা যায়। তাই এই সেক্টরে কর্মসংস্থানের সুযোগ হু হু করে বাড়ছে। এখানে ইনভেস্ট করার মানে, বাংলার পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ, ভুটান, মায়ানমারের মানুষও হাসপাতালে চিকিৎসা করাতে আসবেন তাঁদের কাছেও সহজে পৌঁছে যাওয়া যাবে।


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version