Thursday, August 21, 2025

বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে ২২ শতাংশেরও বেশি উন্নতি, ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ!

Date:

সফল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। দুদিন ব্যাপী আয়োজিত BGBS-এর দ্বিতীয় তথা শেষ দিনে একগুচ্ছ মউ স্বাক্ষরিত হল। সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS)এরাজ্যের শিল্প বাণিজ্য বিনিয়োগ নিয়ে একগুচ্ছ তথ্য উঠে আসে। সেখানে স্বাস্থ্য খাতে উন্নয়নের খতিয়ান তুলে বিনিয়োগের আমন্ত্রণ জানান আমরি হাসপাতাল (Amri Hospital) গ্রুপের CEO রূপক বড়ুয়া (Rupak Barua)। তিনি এদিন ধন্যবাদ জানান রাজ্য সরকার ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অমিত মিত্র তাঁর নাম ঘোষণার পরেই মঞ্চে উপস্থিত সকলের সামনে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির একাধিক ছবি তুলে ধরেন তিনি। হেলথ সেক্টরে প্রায় ২২.২ শতাংশ গ্রোথ হয়েছে বলেও ব্যাখ্যা দেন রূপক। তবে এর পাশাপাশি তিনি ক্যান্সার চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপনের দিকে বিনিয়োগের আহ্বান জানান।

কলকাতার অন্যতম প্রধান হাসপাতাল আমরি গ্রুপের CEO আগামী ৩ বছরের মধ্যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে প্রায় ৭ হাজার ৯৩৩ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে এবং আগামিতে ১৯০০০ মানুষের কর্মসংস্থান হবে। রূপক বড়ুয়া বলেন, বাংলার হাসপাতালগুলি আন্তর্জাতিক মানের হয়ে উঠছে। ইতিমধ্যেই তাঁরা চেন্নাই গিয়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গেও কথা বলে জানান।প্রতি বছর মানুষ যাতে দক্ষিণ ভারতে চিকিৎসা করানোর পরিবর্তে বাংলাকে বেছে নেন তা সুনিশ্চিত করা হচ্ছে। সেখানকার শিল্পপতিদের সঙ্গেও কথা চলছে। বাংলা পূর্বের প্রবেশদ্বার এবং প্রতি মাসে প্রতিবেশী বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ এখানে বিশেষ করে কলকাতায় চিকিৎসা করাতে আসেন। বেড প্রতি ৬ জন করে মেডিক্যাল স্টাফের প্রয়োজন হয় যাতে রোগীদের সঠিকভাবে দেখভাল করা যায়। তাই এই সেক্টরে কর্মসংস্থানের সুযোগ হু হু করে বাড়ছে। এখানে ইনভেস্ট করার মানে, বাংলার পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ, ভুটান, মায়ানমারের মানুষও হাসপাতালে চিকিৎসা করাতে আসবেন তাঁদের কাছেও সহজে পৌঁছে যাওয়া যাবে।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version