Monday, August 25, 2025

আয়ুর্বেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এক শ্রেণীর ডাক্তার: সুপ্রিম ধমকে দাবি রামদেবের

Date:

Share post:

আয়ুর্বেদ ঔষধ নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও মন্তব্যের জেরে শীর্ষ আদালতে তিরস্কার করা হয়েছে যোগ গুরু বাবা রামদেবকে। এই ঘটনার পর বুধবার রামদেব দাবি করলেন, এক শ্রেণীর ডাক্তার যোগ ও আয়ুর্বেদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। পাশাপাশি তাঁর দাবি, পতঞ্জলি আয়ুর্বেদ কোনরকম মিথ্যা ছড়াচ্ছে না।

হরিদ্বারে এক সাংবাদিক সম্মেলনে বাবা রামদেব বলেন, “গতকাল থেকে, বিভিন্ন মিডিয়া সাইটে, একটি খবর ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট পতঞ্জলিকে ভর্ৎসনা করেছে। সর্বোচ্চ আদালত বলেছে যে আপনি যদি মিথ্যা প্রচার করেন, তাহলে আপনাকে জরিমানা করা হবে… আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি। কিন্তু আমরা কোনও মিথ্যা প্রচার করছি না।” একই সঙ্গে তিনি বলেন, অপপ্রচারে দোষী প্রমাণিত হলে যে কোনো শাস্তি ভোগ করতে আমি প্রস্তুত। রামদেব আরও বলেন, “কয়েকজন ডাক্তার একটি দল তৈরি করেছে যারা যোগব্যায়াম, আয়ুর্বেদ ইত্যাদির বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালায়… আমরা যদি মিথ্যাবাদী হই, তাহলে আমাদের এক হাজার কোটি টাকা জরিমানা করুন, এবং আমরা মৃত্যুদণ্ডের জন্যও প্রস্তুত। কিন্তু আমরা যদি মিথ্যাবাদী না হই, তাহলে যারা সত্যই মিথ্যা প্রচার করছে তাদের শাস্তি দিন। গত ৫ বছর ধরে রামদেব এবং পতঞ্জলিকে টার্গেট করে অপপ্রচার চলছে।”

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট মঙ্গলবার কেন্দ্রকে নির্দেশ দিয়েছে রোগের নিরাময় রয়েছে বলে দাবি করা বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি বন্ধ করার জন্য একটি প্রক্রিয়া তৈরি করতে। আদালত আধুনিক ওষুধের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য রামদেব এবং তার কোম্পানিকে তিরস্কার করে। বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর নেতৃত্বে একটি বেঞ্চ জানায়, “আপনি (পতঞ্জলি) যা করছেন এটা আইনের স্পষ্ট লঙ্ঘন। আপনি যদি এটি করতে থাকেন তবে প্রতিটি পণ্যের জন্য ১ কোটি টাকা করে জরিমানা আরোপ করবো।” বিচারপতি পি কে মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, “আমরা মিথ্যা দাবি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের সমস্যার একটি বাস্তব সমাধান খুঁজতে চাই।”

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...