Saturday, November 8, 2025

গেরুয়া রাজ্যে ১৪২ জন ছাত্রীকে যৌ.ন নি.র্যাতন! গ্রেফ.তার হরিয়ানার সরকারি স্কুলের প্রিন্সিপাল 

Date:

বিজেপি শাসিত রাজ্যে ফের নারী হেনস্থার (Women molestation)ঘটনা প্রকাশ্যে। এবার ১৪২ জন ছাত্রীকে যৌন হেনস্থার (Sexual assault)অভিযোগ উঠল খোদ স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। হরিয়ানার জিন্দে জেলার সরকারি স্কুলের (Government school) এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরপ্রদেশ হোক কিম্বা মধ্যপ্রদেশ যেখানে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার সেখানেই নারী সুরক্ষা প্রশ্নের মুখে। মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে নারী নির্যাতনের ঘটনা শিরোনাম হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। এ বিষয়ে সব থেকে এগিয়ে উত্তর প্রদেশ। এবার অবশ্য হরিয়ানাতে স্কুল ছাত্রীদের যৌন হেনস্থার মতো জঘন্য অপরাধ সামনে এল। সে রাজ্যের সরকারি স্কুলে সন্তানদের পড়াশোনা করতে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না অভিভাবকরা। প্রাথমিকভাবে ৬০ জন ছাত্রী প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ আনেন, পরে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১৪২। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবেই নিজের কুকর্ম চালিয়ে যাচ্ছিলেন ওই প্রিন্সিপাল বলে অভিযোগ। যদিও বিজেপি সরকারের তাই নিয়ে কোন হেলদোল নেই। জিন্দ জেলার সহকারি পুলিশ কমিশনার মহম্মদ ইমরান রেজা বলেন, “সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিটি মোট ৩৯০ জন মেয়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে ১৪২ জনের যৌন নির্যাতনের অভিযোগ আমরা শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়েছি। অভিযুক্ত প্রিন্সিপাল বর্তমানে জেলে রয়েছেন।” মহিলা কমিশনের পক্ষ থেকে গত ১৪ সেপ্টেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তখন শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি হরিয়ানার পুলিশ। তদন্তের স্বার্থে স্কুল বা প্রিন্সিপালের নাম প্রকাশ্যে আনা হয়নি।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version