Sunday, November 9, 2025

অজুহাত দেখিয়ে দিল্লির দূতাবাস পুরোপুরি বন্ধ করল আফগানিস্তান

Date:

কাজ বন্ধ হয়েছিলে প্রায় দুমাস। এবার ভারতে আফগান দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করল আফগানিস্তান (Afganistan)। আর সেখানে অজুহাত হিসেবে ‘অসহযোগিতা’র দোহাই দিয়েছে কাবুল। তবে বিদেশ মন্ত্রকের তরফে ‘অসহযোগিতার’ অভিযোগ খারিজ করা হয়েছে।

আফগান দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “ভারত সরকারের অসহযোগিতার কারণে দিল্লির আফগান (Afganistan) দূতাবাস ২৩ নভেম্বর থেকে বন্ধ করা হল। গত ৩০ সেপ্টেম্বর থেকে দূতাবাসের সমস্ত কাজ বন্ধ করা হয়েছিল। গত ২ বছরে ভারতে আফগানদের সংখ্যা কমে গিয়েছে। ভিসা দেওয়ার সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে।“

তবে, সূত্রের খবর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বন্ধ হয়েছে দূতাবাস। তবে সেই কথা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। দূতাবাসের তরফে জানানো হয়েছে, কাবুলে গণতান্ত্রিক সরকার না থাকলেও নানা সমস্যার মধ্যে কাজ করেছে তারা। ভারতে বসবাসকারী আফগানদের জন্য কূটনীতিকরা কাজ করেছেন।

বিদেশ মন্ত্রকের তরফে অবশ্য অসহযোগিতার অভিযোগ খারিজ করা হয়েছে। আফগান দূতাবাসের কর্তারাই একে একে ভারত ছেড়ে অন্যান্য দেশে আশ্রয় নিয়েছেন বলে বিদেশ মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন।

তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানে মানবিক, বাণিজ্যিক ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য চালু রাখার জন্য কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করেনি দিল্লি। তাৎপর্যপূর্ণ ভাবে, বিবৃতিতে আফগান দূতাবাসের কাজকর্ম বন্ধ করে দেওয়ার যে কারণগুলি তুলে ধরা হয়েছে, তার প্রথমেই রয়েছে, ভারত থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার বিষয়টি।

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version