ফাইনালে হারের পর বিরাটদের চাঙ্গা করতে ড্রেসিংরুমে মোদি, আক্ষেপ শোয়েব আখতারের, কিন্তু কেন?

২০২৩ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে ভারতীয় দল। টানা দশ ম‍্যাচ জেতে তারা। কিন্তু ফাইনালে ঘটে ছন্দপতন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব‍্যবহারে মুগ্ধ প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক। ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর হতাশায় ভেঙে পরেন ভারতীয় ক্রিকেটাররা। তাদের চাঙ্গা করতেই ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলকে বার্তা দেন তিনি। আর প্রধানমন্ত্রী এই ব‍্যবহারেরই মুগ্ধ হয়েছেন শোয়েব। পরক্ষভাবে বোঝালেন পাকিস্তান কেন এমন প্রধানমন্ত্রী পায় না।

এই নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন,” প্রধানমন্ত্রী ক্রিকেটারদের কাছে গিয়েছেন। ফাইনালে হাতাশাজনক হারের পর ভারতীয় দলের পাশে থাকার বার্তা দিয়েছেন। কত সহজ ভাবে মিশেছেন ক্রিকেটারদের সঙ্গে। ওদের আবেগ ভাগ করে নিয়েছেন। কঠিন সময় নিজের সন্তানের মতো করে আগলে রাখার চেষ্টা করেছেন ক্রিকেটারদের। ওদের মনোবল, আত্মবিশ্বাস বৃদ্ধির চেষ্টা করেছেন। ওদের খেলার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর ওই পদক্ষেপ সত্যিই দারুণ ছিল।”

২০২৩ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে ভারতীয় দল। টানা দশ ম‍্যাচ জেতে তারা। কিন্তু ফাইনালে ঘটে ছন্দপতন। ব‍্যাটিং থেকে বোলিং সব জায়গায় ব‍্যর্থ হয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত রিঙ্কু, ম‍্যাচ শেষে বললেন, ‘নিজের উপর ভরসা ছিল’

 

Previous articleএখনও নি.খোঁজ আশুতোষ কলেজের মেধাবী ছাত্র, বারবিল জুড়ে ত.ল্লাশি
Next articleরাজধানীতে পারদ পতন শুরু, ঘন কুয়াশায় ঢাকল দিল্লি!