ফের খাবারে ফ.তোয়া যোগীরাজ্যে! হঠাৎ কেন আ.মিষে নি.ষেধাজ্ঞা

0
1

কে কী খাবে, কে কী পরবে- তা নিয়ে সব সময়ই নাক গলায় BJP। এর আগে BJP শাসিত রাজ্যগুলিতে বিভিন্ন রকম খাবারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার আমিষ খাবারে নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার (Uttarpradesh)!

উত্তরপ্রদেশে ২৫ নভেম্বর প্রাণীহত্যা নিষিদ্ধ। কারণ হিসেবে বলা হয়েছে, শিক্ষাবিদ, দার্শনিক থানওয়ারদাস লীলারাম বাসওয়ানির জন্মদিবস উপলক্ষ্যেই এই সিদ্ধান্ত যোগী সরকারের। রাজ্যের সব মাংসের দোকান থেকে শুরু করে কসাইখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নারীশিক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন শিক্ষাবিদ লীলারাম বাসওয়ানি। ১৯৩৩ সালে সিন্ধ বর্তমান পাকিস্তানে ‘মীরা মুভমেন্ট’ গড়ে তোলেন তিনি। হায়দরাবাদে স্থাপন করেন সেন্ট মীরা’স মেয়েদের স্কুল। পুনের দর্শন সংগ্রহশালায় বাসওয়ানির জীবন, কর্মকাণ্ডের ইতিহাস সংরক্ষিত রয়েছে। কিন্তু তাঁর জন্ম জয়ন্তীতে আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞার অর্থ কী, সে বিষয়ে কোনও স্পষ্ট জবাব নেই যোগী সরকারের কাছে। বিরোধীদের অভিযোগ, যে কোনও অজুহাতে সাধারণ মানুষের ব্যক্তিজীবনে খবরদারি করাই উদ্দেশ্য গেরুয়া শিবিরের।