Wednesday, November 5, 2025

চিন-সহ বিদেশ থেকে আমদানি করা সামগ্রীর দাম কম দেখিয়ে কোটি কোটি টাকা শুল্ক ফাঁ.কি!

Date:

বিদেশ থেকে আমদানিকৃত সামগ্রীর মূল্যমান কম দেখিয়ে আমদানি শুল্ক (Duty Fee) ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়ছে উদ্বেগজনকভাবে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা জিনিসের সরকারি পরিসংখ্যানে এই তথ্য ধরা পড়ছে। আর এর মধ্যে সব থেকে বেশি গরমিল দেখা যাচ্ছে চিন (China) থেকে আমদানি করা দ্রব্যের ক্ষেত্রে।

২০২৩-এর প্রথম ১০ মাসে চিনে (China) প্রকাশিত ভারতে রফতানি সংক্রান্ত সরকারি পরিসংখ্যান এবং চিন থেকে আমদানির ভারতীয় রিপোর্টের মধ্যে পার্থক্য ১৫.৪৭ বিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ১২.৭৫ বিলিয়ন ডলার। আমদানিকৃত পণ্যের আন্ডার-ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশি রফতানিকারককে প্রকৃত মূল্যের কম আমদানি মূল্য দেখানোর ফলে এই গরমিল তৈরি হয়।

চিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-এর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভারতে রফতানি করা হয়েছে ৯৭.৯৭ বিলিয়ন ডলারের সামগ্রী। অথচ ভারত সরকারের পরিসংখ্যানে বলা হয়েছে, আলোচ্য সময়ে চিন থেকে আমদানির পরিমাণ ৮২.৫০ বিলিয়ন ডলার। একই গরমিল দেখা গিয়েছিল ২০২২ সালেও। গত বছর একই সময়ে চিনের পরিসংখ্যানে রফতানি ছিল ৯৯.২৯ বিলিয়ন ডলার। আর ভারতের তথ্য অনুযায়ী, আমদানি হয়েছিল ৮৬.৫৪ বিলিয়ন ডলারের।

২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এবং কাস্টমস আমদানিকৃত সামগ্রীর অবমূল্যায়নের ৮৯৬ টি ঘটনা শনাক্ত করেছে। এ ক্ষেত্রে তদন্ত এবং শুল্ক ও জরিমানা আদায়ের প্রক্রিয়া চলছে। এছাড়াও, আন্ডার ইনভয়েসিংয়ের এই ধরনের কেসগুলি পরীক্ষা করার জন্য, ডিআরআই এবং কাস্টমস ফিল্ড অফিসগুলি ক্রমাগত নজরদারি বজায় রেখে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু পরিস্থিতি একটুও বদলায়নি। বরং সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুল্ক ফাঁকি বেড়েই চলেছে।

সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের বাণিজ্যের ক্ষেত্রেও এই জাতীয় পার্থক্য রয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, বৈষম্যের মাত্রা এবং ব্যবধানের ক্রমবৃদ্ধি উদ্বেগের কারণ। ২০২২ সালে ইনভয়েসিংয়ে কারচুপির ফলে প্রায় ১৩ বিলিয়ন ডলারের ক্ষতি যা ২০১৬ সালে ভারতে মোট কর রাজস্ব সংগ্রহের প্রায় ৫.৫ শতাংশের সমান।

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version