Sunday, November 9, 2025

বীরভূমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্ব.ন্দ্ব! শুভেন্দুর সভার দিনই জেলা সভাপতির বিরুদ্ধে বি.স্ফোরক পোস্টার  

Date:

বীরভূমে (Birbhum) ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল। এবার খোদ দলের জেলা সভাপতির বিরুদ্ধেই রামপুরহাট (Rampurhat) এলাকায় ছয়লাপ ‘চোর’ পোস্টার (Poster)। সোমবার সকালে এই পোস্টার ঘিরেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী ২৯ তারিখ, বুধবার ধর্মতলায় (Dharmatala) বিজেপির (BJP) মেগা সম্মেলন। জেলায় জেলায় জোরকদমে চলছে প্রচার। এদিন সেই প্রচারেই রামপুরহাটে যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। সেখানে রামপুরহাট পাঁচমাথা মোড়ে একটি পথসভা করার কথা রয়েছে তাঁর। এদিকে বিরোধী দলনেতার সেই প্রচারের জন্য পোস্টার ঘিরেই ছড়িয়ে পড়ল উত্তেজনা।

সোমবার সকালে শুভেন্দুর সভাস্থলের সামনেই দেখা মিলল জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার। আর সেই পোস্টারে তাঁকে ‘চোর’ বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। পোস্টারে এই প্রশ্নও তোলা হয়েছে, ”সম্মানীয় লড়াকু বিরোধী দলনেতা শুভেন্দুদা কেন চোর ধ্রুব সাহা ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন? যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি বেগতিক বুঝে বিজেপির আইটি সেলের কর্মীরা এসে পোস্টারগুলি খুলে নিয়ে যান। কিন্তু তাতেও এতটুকু কমেনি উত্তেজনা। যদিও বিষয়টি নিয়ে ধ্রুব সাহার এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে বীরভূমের জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে এমন ক্ষোভ নতুন নয়। বিজেপির একাংশের কাছেই তিনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন বলে খবর। আগেও বেশ কয়েকবার তাঁকে ঘিরে বিক্ষোভের ঘটনায় কাঠগড়ায় উঠেছেন জেলা বিজেপিরই একদল কর্মী। এবার শুভেন্দুর সভার দিন, তাঁরই সভাস্থলের সামনে ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার ঘিরে দলের রাজনৈতিক অবস্থা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

 

 

 

 

 

Related articles

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...
Exit mobile version