Thursday, August 21, 2025

বীরভূমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্ব.ন্দ্ব! শুভেন্দুর সভার দিনই জেলা সভাপতির বিরুদ্ধে বি.স্ফোরক পোস্টার  

Date:

বীরভূমে (Birbhum) ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল। এবার খোদ দলের জেলা সভাপতির বিরুদ্ধেই রামপুরহাট (Rampurhat) এলাকায় ছয়লাপ ‘চোর’ পোস্টার (Poster)। সোমবার সকালে এই পোস্টার ঘিরেই স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী ২৯ তারিখ, বুধবার ধর্মতলায় (Dharmatala) বিজেপির (BJP) মেগা সম্মেলন। জেলায় জেলায় জোরকদমে চলছে প্রচার। এদিন সেই প্রচারেই রামপুরহাটে যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা তথা গদ্দার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। সেখানে রামপুরহাট পাঁচমাথা মোড়ে একটি পথসভা করার কথা রয়েছে তাঁর। এদিকে বিরোধী দলনেতার সেই প্রচারের জন্য পোস্টার ঘিরেই ছড়িয়ে পড়ল উত্তেজনা।

সোমবার সকালে শুভেন্দুর সভাস্থলের সামনেই দেখা মিলল জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার। আর সেই পোস্টারে তাঁকে ‘চোর’ বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। পোস্টারে এই প্রশ্নও তোলা হয়েছে, ”সম্মানীয় লড়াকু বিরোধী দলনেতা শুভেন্দুদা কেন চোর ধ্রুব সাহা ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন? যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি বেগতিক বুঝে বিজেপির আইটি সেলের কর্মীরা এসে পোস্টারগুলি খুলে নিয়ে যান। কিন্তু তাতেও এতটুকু কমেনি উত্তেজনা। যদিও বিষয়টি নিয়ে ধ্রুব সাহার এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে বীরভূমের জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে এমন ক্ষোভ নতুন নয়। বিজেপির একাংশের কাছেই তিনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন বলে খবর। আগেও বেশ কয়েকবার তাঁকে ঘিরে বিক্ষোভের ঘটনায় কাঠগড়ায় উঠেছেন জেলা বিজেপিরই একদল কর্মী। এবার শুভেন্দুর সভার দিন, তাঁরই সভাস্থলের সামনে ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার ঘিরে দলের রাজনৈতিক অবস্থা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।

 

 

 

 

 

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version