Monday, May 5, 2025

ধৃত বিজেপি নেতাকে (BJP Leader) নিঃশর্ত মুক্তি দিতে হবে। মিথ্যা অভিযোগে গ্রেফতার (Arrest) করা হয়েছে তাঁকে। আর এমন দাবিতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে (Khejuri) সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বনধ ডেকেছে বিজেপি। সোমবার সকালে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে খেজুরিতে। সকাল ৬টা থেকেই বনধ চলছে খেজুরির মোট ১৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বনধের (Strike) সমর্থনে খেজুরির একাধিক এলাকার সকাল থেকে মিছিল করেছে বিজেপি নেতা-কর্মীরা। পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাতে থাকেন বনধ সমর্থনকারীরা। খবর পেয়েই বেশ কিছু এলাকায় পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। কিন্তু পুলিশ কিছুটা চলে যেতেই ফের অবরোধে বসেন বিজেপি কর্মীরা। আর সোমবার গায়ের জোরে বিজেপি কর্মী সমর্থকদের দাদাগিরি নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।

গত ২৩ নভেম্বর খেজুরির বাঁশগোড়ায় তৃণমূলের সভামঞ্চ, প্রচারগাড়ি ও কর্মীদের মারধরের ঘটনায় বিজেপির যুব নেতা রবিন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিজেপির অভিযোগ, মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। এই অভিযোগ তুলে শনিবার রাতে প্রায় সাড়ে ১০ নাগাদ মারিশদা থানায় গিয়ে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারী। থানা থেকে বেরিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন তিনি। প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন করার কথাও বলেন তিনি এবং সোমবার খেজুরিতে ১২ ঘণ্টার বনধের ডাক দেন। সেই ঘোষণা মতোই সোমবার সকাল থেকে বনধ হচ্ছে খেজুরির বিভিন্ন এলাকায়।

যদিও এই বনধ নিয়ে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, তাঁরা কোনও কর্মনাশা বনধ চান না। তাই তাঁরা সকল দোকানপাট, বাজার সব কিছু খোলা রাখার আহ্বান করেন।

 

 

 

 

Related articles

কাজে বাধা দেওয়ার অভিযোগে এবার আদালতে পরিচালক সুদেষ্ণা

এবার কাজে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাই কোর্টে দ্বারস্থ পরিচালক সুদেষ্ণা রায়। ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতে অবমাননার...

খুনের হুমকি মহম্মদ সামিকে, এফআইআর ভাইয়ের

খুনের হুমকি এবার মহম্মদ সামিকে(Mohammed Shami)। এক কোটি টাকা চেয়ে মহম্মদ সামিকে(Mohammed Shami) খুনের হুমকি দিয়ে ইমেল। আর...

ভূমিকম্পের পূর্বাভাস মিলবে সংখ্যাতত্ত্বে, গবেষণায় অভূতপূর্ব সাফল্য বাঙালি অধ্যাপকের

জলবায়ু ও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস মিললেও, ভূমিকম্প(Earthquake) বা অগ্ন্যুৎপাতের আগাম সতর্কবার্তা দেওয়া কার্যত অসম্ভব ছিল বিজ্ঞানীদের কাছে। সেই...

বড়বাজারের অগ্নিকাণ্ডের জের! সমস্ত হোটেল-স্কুলে ফায়ার সেফটি অডিট করার সিদ্ধান্ত রাজ্যের 

বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। অগ্নিকাণ্ডে ১৪ জনের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে এবার রাজ্যের...
Exit mobile version