Wednesday, November 12, 2025

রেশন দোকানের ওজনে কা.রচুপি ধরতে নতুন যন্ত্র বসাচ্ছে খাদ্য দফতর

Date:

রেশন দোকানের ওজন নিয়ে অভিযোগ নতুন নয়।এবার সেই বিষয়টি নিয়ে কড়া মনোভাব নিল খাদ্য দফতর।এবার ওজনে কারচুপি ধরবে আর এক ‘ওজনযন্ত্র’। ডিসেম্বর থেকেই সেই কারচুপি ধরার বৈদ্যুতিন ওজনযন্ত্র সক্রিয় করে দেওয়া হবে সব রেশন দোকানে।‘ওয়েয়িং স্কেল’ নামে এই যন্ত্র ইতিমধ্যেই ২০ হাজারের মধ্যে ১৮ হাজার রেশন দোকানে বসিয়ে দিয়েছে খাদ‌্য দফতর।জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সব দোকানে সেই যন্ত্র বসানোর কাজ শেষ হয়ে যাবে। তার পরই তাদের সক্রিয় করে দেওয়া হবে।

চলতি বছরে বায়োমেট্রিকের প্রয়োজনে আধার কার্ড নম্বর আপডেট করার পাশাপাশি হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজ শুরু করে খাদ‌্য দফতর।এরপরেও সমস‌্যা হচ্ছিল। হাতের আঙুলের ছাপ না মেলাতে পারায় গ্রাহকের পরিচিতি নিয়ে সমস‌্যা হচ্ছিল। তার পরই চোখের মণি মিলিয়ে দেখার জন‌্য আইরিশ স্ক‌্যানার পদ্ধতি আসে রেশন দোকানে। বছরের শুরুর দিকেই সেই পদ্ধতিতে গ্রাহকের পরিচিতি মিলিয়ে দেখার সঙ্গে সঙ্গে আগামিদিনে ‘ওয়েয়িং স্কেল’-কে সামনে আনার কথা জানিয়ে দেওয়া হয়েছিল।

পুজোর আগে থেকে রাজ‌্যজুড়ে সেই কাজ শুরু হয়। গ্রাহকপিছু বরাদ্দ আর আর গ্রাহক কত রেশন পাচ্ছেন এই হিসাব নিখুঁতভাবে মেলাতেই ওয়েয়িং স্কেলের ব‌্যবহার শুরু করতে চলেছে খাদ‌্য দফতর।

বহু রেশন ডিলারের বিরুদ্ধে নানা সময় অভিযোগ ওঠে রেশনে কারচুপির। বরাদ্দ অনুযায়ী রেশন মিলছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা। সেই কারণেই ‘ওয়েয়িং স্কেল’-এর ব‌্যবহার শুরু হতে চলেছে রেশন দোকানগুলিতে। গ্রাহকের নামে বরাদ্দ রেশন নিখুঁতভাবে ওজন যন্ত্রে না তোলা পর্যন্ত ‘ওয়েয়িং স্কেল’ তার হিসাব মেলাতে পারবে না। ফলে রেশন বণ্টন প্রক্রিয়াই সম্পন্ন হবে না।

খাদ‌্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন, “গ্রাহকদের অভিযোগ যদি সত্যি হয়, তাঁদের উচিত রেশন দোকানে দাঁড়িয়েই তার প্রতিবাদ করা। তার জন‌্য দপ্তর যা বরাদ্দ করছে, তিনি তার কম নেবেন কেন?”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version