Sunday, May 4, 2025

অবশেষে ঘুচল ব.ন্দিদশা! ১৭ দিন পর উত্তরকাশীর সু.ড়ঙ্গ থেকে বেরোলেন ৪১ জন শ্রমিক

Date:

অবসান হল এক দীর্ঘ দুঃস্বপ্নের। অবশেষে স্বস্তি। একে একে ৪১ জন শ্রমিকই বেরিয়ে এলেন উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে। মঙ্গলবার সকাল থেকেই সুড়ঙ্গের বাইরেই অপেক্ষা করছিলেন অ্যাম্বুল্যান্স সহ চিকিৎসকরা। উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। প্রত্যেক শ্রমিককে বিশেষ স্ট্রেচারে করে বের করে আনা হয়েছে। আপাতত অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।

এদিন উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গের বাইরে সকাল থেকেই অপেক্ষা করছিলেন আটকে থাকা শ্রমিকদের পরিবারের সদস্যরা। আটকে পড়া শ্রমিকদের বাইরে আসামাত্রই তাদের চোখে আনন্দের অশ্রু বইতে থাকে।ইঁদুরের মতো গর্ত খুঁড়ে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছিল। সেই মাইক্রোটানেল খননের কাজ শেষ হওয়ার পর একে একে বের করা হল ৪১ জন শ্রমিককে।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ছিলেন শ্রমিকেরা। বিভিন্ন পথে চলছিল উদ্ধারকাজ। একটি পরিকল্পনা ব্যর্থ হলে শুরু হয়েছিল অন্য উপায়ে উদ্ধারকাজ।এত দিন সুড়ঙ্গের ভিতরে প্রতিদিন তাঁদের পাঁচ ঘণ্টা করে কাউন্সেলিং চলেছে। পাশাপাশি বাইরে থেকে চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

খোঁড়ার প্রথম ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার সকালে। তাতে দেখা গিয়েছে, চার জন শ্রমিক কাজ করছেন। তাঁদের মধ্যে তিন জন একটি পাইপের ভিতর থেকে বেরিয়ে থাকা দড়ি টানছেন। আর চতুর্থ জন পাশে দাঁড়িয়ে রয়েছেন। এ ভাবেই শেষপর্যন্ত এল সাফল্য।

আরও পড়ুন- অবশেষে তিনি পারলেন! ২৫ বছরের চেষ্টায় অঙ্কে এমএসসি পাশ করলেন রাজকরণ

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version