Saturday, August 23, 2025

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধর্না তৃণমূলের

Date:

বাংলার বিরুদ্ধে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসলেন তৃণমূল বিধায়করা। মঙ্গলবার ৩ টে থেকে শুরু হয় এই ধর্না কর্মসূচি চলবে বিকেল ৫ টা পর্যন্ত। বছরের পর বছরের ধরে রাজ্যের ১০০ দিনের কাজ সহ অন্যান্য একাধিক প্রকল্পের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। তারই প্রতিবাদে শুরু হল ৩ দিনের এই ধর্না কর্মসূচি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাংলার টাকা আটকে রেখে বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপি। রাজ্যের তরফে হিসেব দেওয়া হয়নি বলে অভিযোগ করছে ওরা। অথচ সমস্ত হিসেবে দেওয়া হয়েছে। তারপরও অন্যায়ভাবে ওরা(বিজেপি সরকার) টাকা আটকে রেখেছে। আর সেই মিথ্যা তত্ত্ব প্রমাণ করতে বুধবার রাজ্যে সভা করছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এরই প্রতিবাদ স্বরূপ ধর্না কর্মসূচি পালন করছে তৃণমূল। শুধু তাই নয়, আগামিকাল তৃণমূলের তরফে কালা দিবস পালন করা হবে। ওইদিন বিধানসভায় তৃণমূলের সকল বিধায়ক কালো পোশাক পরে আসবেন। তৃণমূলের অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। আবার তারাই মিথ্যা অভিযোগ এনে সভা করছে। এরই প্রতিবাদে এই ধর্না কর্মসূচি তৃণমূলের।

মঙ্গলবার বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূলের এই ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, সুজিত বসু, ফিরহাদ হাকিম, অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, রত্না চট্টোপাধ্যায়, বিরবাহা হাঁসদা সহ তৃণমূলের অন্যান্য বিধায়করা।

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version