Saturday, August 23, 2025

চাঁদের মাটিতে পা রেখেছে ভারত কিন্তু উত্তরাখণ্ডের উত্তরকাশীর টানেলে (Uttarkashi under construction Tunnel rescue work) আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এক বা দুদিন নয় টানা ১৭ দিন ধরে টানেলে আটকে থাকার পর আজ বিকেলে জানানো হয় যে উদ্ধারকারীরা শ্রমিকদের কাছে পৌঁছতে পেরেছেন। যদিও বিকেল ৪ টে পর্যন্ত কাউকে টানেলের বাইরে নিয়ে আসা সম্ভব হয়নি বলেই খবর। এই পরিস্থিতিতে বিজেপিকে (BJP)দায়ী করে তোপ দেগেছে তৃণমূল (TMC)। ঘাসফুল শিবির বলছে, বিজেপির ভুল সিদ্ধান্তের কারণেই আজ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। এক্স হ্যান্ডেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়,’উত্তরকাশীতে সুড়ঙ্গ বিপর্যয়ের জন্য দায়ী বিজেপিই। অবৈজ্ঞানিক পদ্ধতিতে সুড়ঙ্গ খোঁড়ার পরিকল্পনা হয়েছে, দূরদর্শিতার অভাবও ছিল এই প্রকল্পে। হিমালয় পর্বতমালায় আদৌ এই ধরণের কাজ চালানো সম্ভব কিনা, সেই বিষয়টিও একেবারেই ভেবে দেখা হয়নি। নিজেদের লাভ বাড়ানোর জন্য শ্রমিকদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থাও ছিল না।’

উত্তরকাশীর (Uttar Kashi) সিল্কিয়ারা টানেলে একের পর এক পদ্ধতি অবলম্বন করেও শ্রমিক উদ্ধারে গতি আনতে ব্যর্থ প্রশাসন। প্রতিদিনই বাড়তে থাকে আশা, আজ বুঝি উদ্ধারকাজ সম্পন্ন হবে। কিন্তু এই করতে করতে ১৬ দিন পেরিয়ে গেল। আজ ১৭ তম দিন। দিনের আলো থাকতে থাকতে কি বাইরে আসতে পারবেন শ্রমিকরা? কেন রেসকিউ অপারেশনে এত বিলম্ব? মানুষের জীবন নিয়ে কার্যত ছেলেখেলা চলছে। কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে এমন টানেল করার সিদ্ধান্ত নেওয়া হল? তৃণমূলের প্রশ্ন, আর্থিক লাভের জন্য সাধারণ মানুষকে আর কতদিন এইভাবে বলি দেওয়া হবে? কখনও অগার মেশিন আবার কখনও ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে সুড়ঙ্গ কেটে এগোতে হচ্ছিল উদ্ধারকারীদের। আর কিছু সময়ের অপেক্ষা , তারপরই বাইরে আসবেন তাঁরা। কিন্তু এই দুর্ঘটনার দায় কি অস্বীকার করতে পারে বিজেপি? তৃণমূলের প্রশ্নে নিরুত্তর গেরুয়া শিবির।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version