Thursday, November 13, 2025

কী হয়েছে বুমরাহ’র? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে প্রশ্ন নেটিজেনদের

Date:

কী হয়েছে জশপ্রীত বুমরাহর? হ‍্যাঁ এখন এই প্রশ্নইটাই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমী থেকে নেটিজেনদের মধ‍্যে। স‍দ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেটে বিশ্বকাপ। বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটারদের থেকে কোনো বক্তব্য শোনা যায়নি। তবে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন বুমরাহ। আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে জল্পনা। উঠছে প্রশ্ন।

এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দেন বুমরাহ। যেখানে লেখা আছে “মাঝেমধ্যে নীরবতাই শ্রেষ্ঠ উত্তর।” আর এই ছবির পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। নেটিজেনদের কেউ কেউ বলছেন, বুমরাহ হয়ত তাঁর সমালোচকদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন। প্রসঙ্গত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন বুমরাহ। বুমরাহ-শামি জুটি ঘুম কেড়েছে বহু তারকা ব্যাটারের। কিন্তু ফাইনালে তেমন পারফরম্যান্স হয়নি। আবার ওপরদিকে কেউ কেউ বলছেন বুমরাহর এই স্টোরি তাঁর আইপিএলে ফ্র‍্যাঞ্চাইজি দল মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। কারণ মুম্বইকে ইনস্টা থেকে আনফলো করে দিয়েছেন বুমরাহ। এরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। প্রশ্ন উঠছে, তাহলে কী মুম্বই দলের সঙ্গে বুমরাহের সম্পর্কে চিড় ধরেছে? হার্দিক পান্ডিয়া ফিরে এসেছেন মুম্বই দলে। অনেকেই মনে করছেন যে রোহিত শর্মার পর হার্দিকই হবেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক। অন্যদিকে অধিনায়ক হওয়ার দক্ষতা বুমরাহেরও আছে৷ তাই ক্রিকেট মহলের একাংশ মনে করছেন যে এই কারণেই সম্ভবত মুম্বই ম্যানেজমেন্টের সঙ্গে মনমালিন্য হয়েছে বুমরাহের। এবং সেই কারণেই এই তাঁর এই স্টোরি।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের মাঝেই দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার ৬ ক্রিকেটার

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version