Sunday, August 24, 2025

বিজেপি বিধায়কের স.মস্যা মেটালেন ইন্দ্রনীল, চপ খাওয়ার আমন্ত্রণ নীলাদ্রিশেখরের! 

Date:

বিধানসভায় রাজনৈতিক শিষ্টাচার। বিজেপি বিধায়কের সমস্যা মেটালেন তৃণমূলের (TMC ) মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)। নিজের দফতর না হওয়ার সত্ত্বেও বিরোধী দলের বিধায়ককে সাহায্য করতে যেভাবে এগিয়ে গেলেন তাতে খুশি গেরুয়া দলের বিধায়ক নেতা নীলাদ্রিশেখর দানা (Niladri Shekhar Dana)। পাল্টা চপ খাওয়া দাওয়ার আমন্ত্রণ পাঠালেন ঘাসফুল শিবিরে(TMC)।

বুধবার বিধানসভার অধিবেশন (Assembly Session) চলার সময় প্রশ্নোত্তর পর্বে বাঁকুড়ার মুকুটমণিপুরে একাধিক টোল প্লাজার সমস্যার কথা তুলে ধরেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। পর্যটকদের সমস্যা মেটানোর জন্য মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে অনুরোধ জানান নীলাদ্রিশেখর দানা। পর্যটনমন্ত্রী জানিয়ে দেন, টোল আদায়ের বিষয়টি পরিবহণ দফতরের অধীনে পড়ে৷ তবুও যেহেতু পর্যটকদের বিষয় সেখানে জড়িত রয়েছে, তা নিয়ে তিনি কথা বলবেন৷ এর পরই বিজেপির বিধায়কের কাছে চপ খাওয়ার আবদার জানান মন্ত্রী৷ সেই সুরে সুর মিলিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরাও একই আবদার করেন বিজেপির বিধায়কের কাছে৷ বিজেপির বিধায়কও সবাইকে বাঁকুড়ায় আসার আমন্ত্রণ জানান৷ এ যেন এক অন্য ছবি বিধানসভায়। পরে নীলাদ্রিশেখর দানা জানান, বাঁকুড়ায় মানুষ চপ, মুড়ি খেতে খুবই ভালবাসে৷ সারাদিনে একবার এই খাদ্য না খেলে তাঁদের খাদ্য তালিকা অসম্পূর্ণ থেকে যায়৷ একইসঙ্গে পোস্ত এবং বিউলির ডাল খেতেও বাঁকুড়ার মানুষ ভালোবাসে। আমি নিজে রান্না করতে বেশ ভালোবাসি৷ তৃণমূলের বিধায়করা এলে খুব ভালোভাবেই রান্না করে তাঁদের খাওয়ানো যাবে। যেভাবে একদিকে বিধানসভা তে তৃণমূল বনাম বিজেপির লড়াই চলছে সেখানে এহেন রাজনৈতিক শিষ্টাচারে মুগ্ধ দুই দলের সমর্থকরাই।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version