Sunday, November 9, 2025

বিজেপি বিধায়কের স.মস্যা মেটালেন ইন্দ্রনীল, চপ খাওয়ার আমন্ত্রণ নীলাদ্রিশেখরের! 

Date:

বিধানসভায় রাজনৈতিক শিষ্টাচার। বিজেপি বিধায়কের সমস্যা মেটালেন তৃণমূলের (TMC ) মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)। নিজের দফতর না হওয়ার সত্ত্বেও বিরোধী দলের বিধায়ককে সাহায্য করতে যেভাবে এগিয়ে গেলেন তাতে খুশি গেরুয়া দলের বিধায়ক নেতা নীলাদ্রিশেখর দানা (Niladri Shekhar Dana)। পাল্টা চপ খাওয়া দাওয়ার আমন্ত্রণ পাঠালেন ঘাসফুল শিবিরে(TMC)।

বুধবার বিধানসভার অধিবেশন (Assembly Session) চলার সময় প্রশ্নোত্তর পর্বে বাঁকুড়ার মুকুটমণিপুরে একাধিক টোল প্লাজার সমস্যার কথা তুলে ধরেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। পর্যটকদের সমস্যা মেটানোর জন্য মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে অনুরোধ জানান নীলাদ্রিশেখর দানা। পর্যটনমন্ত্রী জানিয়ে দেন, টোল আদায়ের বিষয়টি পরিবহণ দফতরের অধীনে পড়ে৷ তবুও যেহেতু পর্যটকদের বিষয় সেখানে জড়িত রয়েছে, তা নিয়ে তিনি কথা বলবেন৷ এর পরই বিজেপির বিধায়কের কাছে চপ খাওয়ার আবদার জানান মন্ত্রী৷ সেই সুরে সুর মিলিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে শোভন দেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাসরাও একই আবদার করেন বিজেপির বিধায়কের কাছে৷ বিজেপির বিধায়কও সবাইকে বাঁকুড়ায় আসার আমন্ত্রণ জানান৷ এ যেন এক অন্য ছবি বিধানসভায়। পরে নীলাদ্রিশেখর দানা জানান, বাঁকুড়ায় মানুষ চপ, মুড়ি খেতে খুবই ভালবাসে৷ সারাদিনে একবার এই খাদ্য না খেলে তাঁদের খাদ্য তালিকা অসম্পূর্ণ থেকে যায়৷ একইসঙ্গে পোস্ত এবং বিউলির ডাল খেতেও বাঁকুড়ার মানুষ ভালোবাসে। আমি নিজে রান্না করতে বেশ ভালোবাসি৷ তৃণমূলের বিধায়করা এলে খুব ভালোভাবেই রান্না করে তাঁদের খাওয়ানো যাবে। যেভাবে একদিকে বিধানসভা তে তৃণমূল বনাম বিজেপির লড়াই চলছে সেখানে এহেন রাজনৈতিক শিষ্টাচারে মুগ্ধ দুই দলের সমর্থকরাই।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version