Friday, August 22, 2025

আটকে একাধিক বিল, এবার সুপ্রিম তোপের মুখে কেরলের রাজ্যপাল

Date:

রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতার অভিযোগে এবার সুপ্রিম তোপের মুখে কেরলের রাজ্যপাল। বিধানসভায় পাশ হওয়া ৭টি বিল পাশ হওয়ার পরও আটকে রেখেছেন রাজ্যপাল আরিফ খান। কেন বিলগুলিকে আটকে রাখা হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হচ্ছে না রাজভবনের তরফে। এই ঘটনার ক্ষুব্ধ দেশের সুপ্রিমকোর্ট।

বুধবার শীর্ষ আদালতের তরফে কেরলের রাজ্যপালকে জানানো হয়েছে, এভাবে বিল আটকে রাখা যাবে না। কেন বিলগুলিকে আটকে রাখা হয়েছে? সম্মতি দেবেন কী দেবেন না, না দিলে কেন দেওয়া হচ্ছে না সেটা জানাতে হবে। দরকার পড়লে সুপ্রিম কোর্ট বিল নিয়ে পদক্ষেপ করার সময়সীমা বেঁধে দেবে। শীর্ষ আদালত কেরলের রাজ্যপালকে সাফ বলে দিচ্ছে, কোনও বিল নিয়ে আপত্তি থাকলে সেটা নিয়ে দরকারে মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু ফেলে রাখা যাবে না।

অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যও রাজ্যপালের লাগাতার সংঘাতের ঘটনায় বিরক্তি প্রকাশ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। লাগাতার এই ঘটনায় সুপ্রিম কোর্টের প্রশ্ন, দু’বছর ধরে রাজ্যপাল করছেনটা কী? এবার আমাদের ভাবতে হবে, কতদিনের মধ্যে রাজ্যপালরা বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন তেমন নির্দেশিকা তৈরি করে দেওয়া যায় কিনা। উল্লেখ্য, সরকারের সঙ্গে অসযোগিতার জেরে এর আগে সুপ্রিমকোর্টের তোপের মুখে পড়েছে পাঞ্জাব ও তামিলনাড়ুর রাজ্যপাল। এদিকে লাগাতার এই ঘটনায় প্রশ্ন উঠছে, এবার কি তবে বাংলায় রাজ্য-রাজ্যপাল সংঘাত কমবে? কারণনেই রাজ্যেও বিধানসভাহ্য পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুপ্রিম তোপের মুখে বাংলার রাজভবনের অবস্থান পরিবর্তন হয় কিনা সেটাই এখন দেখার।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version