Tuesday, May 13, 2025

রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতার অভিযোগে এবার সুপ্রিম তোপের মুখে কেরলের রাজ্যপাল। বিধানসভায় পাশ হওয়া ৭টি বিল পাশ হওয়ার পরও আটকে রেখেছেন রাজ্যপাল আরিফ খান। কেন বিলগুলিকে আটকে রাখা হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হচ্ছে না রাজভবনের তরফে। এই ঘটনার ক্ষুব্ধ দেশের সুপ্রিমকোর্ট।

বুধবার শীর্ষ আদালতের তরফে কেরলের রাজ্যপালকে জানানো হয়েছে, এভাবে বিল আটকে রাখা যাবে না। কেন বিলগুলিকে আটকে রাখা হয়েছে? সম্মতি দেবেন কী দেবেন না, না দিলে কেন দেওয়া হচ্ছে না সেটা জানাতে হবে। দরকার পড়লে সুপ্রিম কোর্ট বিল নিয়ে পদক্ষেপ করার সময়সীমা বেঁধে দেবে। শীর্ষ আদালত কেরলের রাজ্যপালকে সাফ বলে দিচ্ছে, কোনও বিল নিয়ে আপত্তি থাকলে সেটা নিয়ে দরকারে মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু ফেলে রাখা যাবে না।

অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যও রাজ্যপালের লাগাতার সংঘাতের ঘটনায় বিরক্তি প্রকাশ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে। লাগাতার এই ঘটনায় সুপ্রিম কোর্টের প্রশ্ন, দু’বছর ধরে রাজ্যপাল করছেনটা কী? এবার আমাদের ভাবতে হবে, কতদিনের মধ্যে রাজ্যপালরা বিল নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন তেমন নির্দেশিকা তৈরি করে দেওয়া যায় কিনা। উল্লেখ্য, সরকারের সঙ্গে অসযোগিতার জেরে এর আগে সুপ্রিমকোর্টের তোপের মুখে পড়েছে পাঞ্জাব ও তামিলনাড়ুর রাজ্যপাল। এদিকে লাগাতার এই ঘটনায় প্রশ্ন উঠছে, এবার কি তবে বাংলায় রাজ্য-রাজ্যপাল সংঘাত কমবে? কারণনেই রাজ্যেও বিধানসভাহ্য পাশ হওয়া একাধিক বিল আটকে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুপ্রিম তোপের মুখে বাংলার রাজভবনের অবস্থান পরিবর্তন হয় কিনা সেটাই এখন দেখার।

Related articles

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...

দিন পনেরো আগেই কথা হয়েছে ছেলের সঙ্গে: শোকস্তব্ধ প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত

একজন দিলীপ ঘোষ। যিনি রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পরে আপন করে নিয়েছিলেন তাঁর পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমকে...
Exit mobile version