Wednesday, November 12, 2025

টি-২০ বিশ্বকাপে নেতৃত্বের ভার থাকুক রোহিতের হাতেই, মত মহারাজের

Date:

সামনেই টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতি ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে শুরু করে দিয়েছে ভারতীয় দল। সামনেই আবার দক্ষিণ আফ্রিকা সিরিজ। অজিদের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। প্রশ্ন উঠছে তবে কি সাদা বলে আর দেখা যাবে না রোহিত শর্মাকে? যদিও ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন টি-২০ বিশ্বকাপে নেতৃত্বের ভার থাকবে রোহিতের হাতেই।

এদিন এক অনুষ্ঠানে সৌরভ বলেন, “আগামী টি-২০ বিশ্বকাপে রোহিতেরই নেতৃত্ব দেওয়া উচিত। ও খুব ভাল অধিনায়কত্ব করছে। তাই আমি আশা করি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রোহিতই অধিনায়ক থাকবে।”

এরপরই মহারাজ আরও বলেন,” আসলে এখনও তো সবাই সব ধরনের ক্রিকেটে খেলা শুরু করেনি। সূর্য টি-২০ অধিনায়ক, কিন্তু একদিনের ক্রিকেটে নেই। সেই কারণে একদিনের ক্রিকেটে অধিনায়ক রাহুল। আর টেস্ট রোহিত খেলছে। তবে রোহিত সব ধরনের ক্রিকেটে ফিরে এলে ওরই নেতৃত্ব দেওয়া উচিত।”

এদিকে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিরাট-রোহিতদের বিশ্রাম নেওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, “বিশ্বকাপের পরেই এতগুলো সিরিজ়। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা চলছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খুব কঠিন টানা খেলে যাওয়া। সকলের বিশ্রাম প্রয়োজন হয়। রোহিত, বিরাটেরা টেস্টে তো খেলবে।”

আরও পড়ুন:কেকেআর ভরসা রেখেছ, উচ্ছ্বসিত রাসেল

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version