Sunday, November 9, 2025

লন্ডনে ভারতীয় ছাত্রের মৃ.ত্যু ঘিরে চা.ঞ্চল্য! টেমস নদী থেকে উদ্ধার দেহ  

Date:

উচ্চশিক্ষার (Higher Studies) জন্য গিয়েছিলেন লন্ডনে (London)। আর সেখানে গিয়ে এমন ভয়াবহ পরিণতি হবে তা হয়তো কেউই দুঃস্বপ্নে ভাবতে পারেননি। এবার লন্ডনের টেমস নদীতে (Thames River) ভারতীয় ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মৃত ওই ভারতীয় পড়ুয়ার নাম মিতকুমার প্যাটেল (Mitkumar Patel) (২৩)। তবে তাঁকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে নাকি ওই পড়ুয়া আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

লন্ডন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসেই উচ্চশিক্ষার জন্য ব্রিটেনে যান ওই পড়ুয়া। এরপর গত ১৭ নভেম্বর থেকেই ওই পড়ুয়ার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই ওই পড়ুয়ার এক আত্মীয় পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ নভেম্বর টেমস থেকে মিতকুমারের দেহ উদ্ধার হয়। টেমস নদীতে ওই ভারতীয় ছাত্রের দেহ ভেসে থাকতে দেখেন এক পথচারী। তিনিই পুলিশ খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেট্রোপলিটন পুলিশ ওই ছাত্রের দেহ উদ্ধার করে। পূর্ব লন্ডনের ক্যানারি হোয়ার্ফ অঞ্চলের কাছে টেমস নদী থেকে মিতকুমারের দেহ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ পরিষ্কার জানিয়েছে পড়ুয়ার মৃত্যুতে সন্দেহজনক কিছু মেলেনি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ।

এদিকে মিতকুমারের পরিবার সূত্রে খবর, গত ২০ নভেম্বর উচ্চশিক্ষার জন্য শেফিল্ডে চলে যাওয়ার কথা ছিল মিতকুমারের। শেফিল্ড হলম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন তিনি। পাশাপাশি অ্যামাজনে পার্টটাইম চাকরি করার কথাও ছিল তাঁর। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিদিনই নিয়ম করে হাঁটতে বেরোতেন মিতকুমার। কিন্তু ১৭ নভেম্বর মিত হাঁটতে বেরোলেও অনেক সময় পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি মিতকুমারের। এরপরই পরিবারের লোকেদের সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তাঁরা। তবে অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন হাঁটতে বেরলেও ঘরের চাবি না নিয়েই নিয়ে বেরিয়ে গিয়েছিলেন মিত। কিন্তু প্রতিদিন যে ছেলে চাবি নিয়ে বাইরে বেরতেন ওইদিন কী এমন ঘটল যে কারণে নিজের ঘরের চাবি না নিয়েই বাইরে বেরিয়ে পড়লেন? আর এখান থেকেই রহস্য দানা বাঁধছে। তাহলে কী ওই পড়ুয়া আত্মহত্যা করলেন নাকি তাঁকে কেউ খুন করল তা এখন স্পষ্ট নয়। তবে ভারতীয় ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লন্ডনে।

 

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version