Wednesday, May 14, 2025

বিধানসভায় জাতীয় সঙ্গীত অ.বমাননা! আরও ৩ বিজেপি বিধায়ককে ত.লব করল কলকাতা পুলিশ

Date:

বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা! আরও ৩ বিজেপি (BJP) বিধায়ককে তলব করল কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডা দমন শাখা। এর আগে এই মামলায় ৫ বিধায়ককে তলব করা হয়েছিল। এবার তালিকায় যুক্ত হলেন শালতোড়ার চন্দনা বাউরি, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। মঙ্গলবার দুপুর দেড়টার মধ্যে তাঁদের ডাকা হয়েছে।

তৃণমূলের ঘোষিত কর্মসূচির মধ্যে গিয়ে গোলমাল বাধান বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, কর্মসূচির শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Bandopadhyay) তৃণমূলের মন্ত্রী-বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছেন সেই সময়ও বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ‘কুৎসিত’ চিৎকার করে স্লোগান দিয়েছেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য বিজেপি (BJP) বিধায়করা। এই ঘটনা হয়েছে পর পর দুদিন। অভিযোগ, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিজেপির বিধায়করা তীব্র চিৎকার করেন। জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ ওঠে বিজেপি বিধায়করা। বিধানসভায় স্পিকার বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠক করেন পরিশোধীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee)-সহ মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য, ডিসি সেন্ট্রাল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরেই জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তৃণমূলের পরিষদীয় দলের তরফে অধ্যক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়। এরপরই বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান। যে ১১ জনের নামে অভিযোগ জমা পড়ে, তার মধ্যে ৫ জনকে সোমবার তলব করা হয়েছে। মঙ্গলবার, বাকি তিনজনকে হাজির হতে বলা হয়েছে।


Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version