Thursday, August 28, 2025

অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোন! অধীরের ‘বাসনা’কে তীব্র খোঁ.চা কুণালের

Date:

রাজনৈতিকভাবে দেউলিয়া কংগ্রেস! রাজ্যের পর পর নির্বাচনে ভাঁড়ার শূন্য। এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguli) মুখ্যমন্ত্রী মুখ করার ভাবছে কংগ্রেস! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhuri) মন্তব্যই সেই জল্পনা উস্কে দিয়েছে। শনিবার, বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করে অধীর বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব।‘‘ অধীরের মন্তব্যকে তীব্র কটাক্ষ করে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এতে কংগ্রেসের দেউলিয়াপনাই প্রকাশ পাচ্ছে। একই সঙ্গে অধীরের বিরুদ্ধে দায়িত্বে থাকা একজন বিচারপতিকে প্রলোভন দেখানোর বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শনিবার সকালে মুর্শিদাবাদ জেলা সফরে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। এদিকে এদিন বহরমপুরেই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ। সেখানেই বিচারপতির প্রশংসার বন্যা বইয়ে দিতে দিতে অধীর বলেন, ‘‘আমি চাইব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব।’’ অধীরের মতে, ‘‘বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা রাজনীতিতে এলে নতুন দিগন্ত তৈরি হবে।’’

এই বক্তব্যের প্রেক্ষিতে অধীরকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, কংগ্রেস একা লড়ে পারল না। বাম-আইএসএফ-এর সঙ্গে জোট করেও শূন্য। কত বড় দেউলিয়া হলে নিজেদের রাজনৈতিক পরিধির বাইরে মুখ খুঁজছে! তীব্র আক্রমণ কুণালের। এর পরেই মোক্ষম প্রশ্ন তোলেন কুণাল। তাঁর মতে, “এটা একজন দায়িত্বে থাকা বিচারপতিকে প্রলোভন দেখানো হচ্ছে না তো! তাঁকে প্ররোচিত করা, লোভ দেখানো, আশ্বাস দেখানো হচ্ছে না তো, যে তৃণমূল বিরোধিতা চালিয়ে যান, আমরা ক্ষমতায় এলে আপনাকে দেখব!” এর পরেই কুণালের টিপ্পনি বিজেপি বিরোধী জোট I.N.D.I.A. লোকসভায় জিতে দিল্লিতে সরকরা গঠন করার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উত্তর প্রদেশের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হবে!


Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version